মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মুম্বইয়ের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা ভূষণ কুমারের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার আপত্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দেয় ভূষণ কুমার। এভাবেই প্রায় আট বছর ধরে অভিযোগকারীনিকে ব্ল্যাকমেল করেছেন ভূষণ।
এছাড়াও অভিযোগ, টি-সিরিজে কাজ দেওয়ার নামে ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে ওই মহিলাকে তিনবার ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় মুম্বইয়ের ডিএন নগর থানায় মামলা দায়ের করে পুলিশ।
মুম্বই পুলিশ সূত্রগুলি এই বিকাশের বিষয়টি নিশ্চিত করেছে। একজন প্রবীণ পুলিশ কর্মকর্তা বলেন, “ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এর ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা করেছে মুম্বই পুলিশ।” তবে এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ “দেখলাম একটি মেয়েকে তাড়া করছে, কিন্তু আমার মেয়ে বুঝিনি”: দিল্লিতে খুন হওয়া কিশোরীর মা
তদন্তকারীদের মতে, অভিযোগকারীনি মহিলার বয়স ৩০ বছরের কাছাকাছি। আশা করা যায়, মুম্বই পুলিশ এখন ভূষণ কুমারকে জেরা করবে এবং তাঁর বিবৃতি রেকর্ড করবে। তবে এখনও পর্যন্ত এই অভিযোগের জবাব দিতে পারেননি ভূষণ কুমার।
আরও পড়ুনঃ প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি
বলিউডের পরিচিত মুখ ভূষণ কুমার। কাজের মধ্যে দিয়েই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৯৭ সালে বাবা গুলশন কুমারের মৃত্যুর পরই মাত্র ১৯ বছর বয়সে নিজে সঙ্গীতের কোম্পানী টি-সিরিজ প্রতিষ্ঠা করেন।
ভূষণ কুমারের প্রযোজনায় ২০০১ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক সিনেমা ‘তুমি বিন’। এছাড়াও ‘ভুল ভুলাইয়া’, ‘রেডি’ এবং ‘আশিকি ২’ -এর মতো ব্যাক হিট ছবির প্রযোজকের ভূমিকা পালন করেছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584