রান রেটের চাকা এগিয়ে রেখে দূর্দান্ত জয় কোহলি বাহিনীর

0
68

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাকি তিন ম্যাচ জিততে হবে এবং অন্য ম্যাচের ফলেও তাকিয়ে থাকতে হবে—এ সমীকরণ এখন বিরাট কোহলির দলের সামনে।

india defeated scottland
ম্যান অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজা, ছবিঃ টুইটার

সে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জে সঠিক পথেই আছে ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারানোর পর কাল রাত্রে দুবাইয়ে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে রানরেট বাড়ানোর কাজটা সেরে রাখলেন কোহলিরা।টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। কারণ ভারত চাইছিলেন স্কটল্যান্ড কে অল্প রানের মধ্যে আঁটকে রাখতে এবং বোলাররা সেই কাজটি সফল ভাবে করেছেন। মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজাদের সামনে দাঁড়াতে পারেনি স্কটিশ ব্যাটিং। ১৭.৪ ওভারে ৮৫ রানে অলআউট হয় স্কটল্যান্ড। ৮১ বল হাতে রেখে এ রান তাড়া করে জয় তুলে নেয় ভারত।

india won by eight wickets
রান রেটের পরিসংখ্যান, ছবিঃ টুইটার

আরও পড়ুনঃ ঘরের মাঠে আটলান্টিকো হারিয়ে দিল লিভারপুল

এই জয়ে নিজেদের গ্রুপে রানরেটে আফগানিস্তানকে পেছনে ফেলে তিনে উঠে এল ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট ভারতের (‍+১.৬১৯)। আফগানিস্তান ৪ ম্যাচে ৪ পয়েন্ট পেলেও রানরেটে (‍+১.৪৮১) পিছিয়ে চারে নেমে গেছে এই গ্রুপে শীর্ষে থাকা পাকিস্তান আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৪ ম্যাচে পাকিস্তানের (‍+১.০৬৫) সংগ্রহ ৮ পয়েন্ট। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড (‍+১.২৭৭)। দুটি গ্রুপের শীর্ষ দুই দল নাম উঠবে সেমিফাইনালে।

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার সাগরে ডুব দিল শ্রীলঙ্কা

স্কটল্যান্ডের ব্যাটসম্যানেরা ৭ ওভারের মধ্যে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কাইল কোয়েৎজারের দল। ভারতের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। আটকে রাখেন রানের চাকাও। স্কটল্যান্ডের কেউ ত্রিশ রানের কোটাও পার হতে পারেনি। সর্বোচ্চ ১৯ বলে ২৪ রান করে আউট হন জর্জ মানসি। ১২ বলে ২১ রান করে আউট হন মাইকেল লিস্ক। ৩টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। ২ উইকেট যশপ্রীত বুমরার।

তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যে ৭০ রান তুলে ফেলে ভারত। বোঝাই যাচ্ছিল, যত দ্রুত সম্ভব জয় তুলে নেওয়ার চেষ্টা করছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পঞ্চম ওভারের শেষ বলে ব্রাড হুইলকে উইকেট দেন ১৬ বলে ৩০ রান করা রোহিত। পরের ওভারের শেষ বলে আরেক ওপেনার রাহুলকেও (১৯ বলে ৫০) হারায় ভারত। বিরাট কোহলি (২) ও সূর্যকুমার যাদব (৬) মিলে জয় এনে দেন ভারতকে। ২০ রানে ১ উইকেট নেন স্কটল্যান্ডের স্পিনার মার্ক ওয়াট। ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here