তাইকোন্ডো প্রশিক্ষণ শিবির

0
265

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের আর্থিক সহযোগিতায় ‘দিনাজপুর তাইকোন্ডো এসোসিয়েশন’ -এর ব্যবস্থাপনায় গত ২৬ মে ২০১৯ তারিখ থেকে ২৮ মে ২০১৯ তারিখ পর্যন্ত তিনদিনের তাইকোন্ডো অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পের আয়োজন করলো।

taekwondo training camp
প্রশিক্ষণ চলছে।নিজস্ব চিত্র

এই শিবিরটি বালুরঘাট পৌরসভার ক্ষণিকা লজের দ্বিতীয় তলে আয়োজন করা হয়।সুদূর কলকাতা থেকে আগত লক্ষ্মী নারায়ণ দাস (৪র্থ ডান ব্ল্যাক বেল্ট) ইন্টারন্যাশনাল মাস্টার ও ইন্টারন্যাশনাল রেফারী আমাদের দক্ষিন দিনাজপুর জেলার ছেলে ও মেয়েদের নিজের অক্লান্ত প্রচেষ্টার দ্বারা তাইকোন্ডো প্রশিক্ষণ প্রদান করেন।

সর্বমোট একশো জন তাইকোন্ডো অনুশীলনকারী ছাত্র-ছাত্রীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুনঃ অনূর্ধ্ব ১৭ তাইকন্ড প্রতিযোগিতা আয়োজনে বিদ্যালয় ক্রীড়া পর্ষদ

প্রচুর অবিভাবক ও এই প্রশিক্ষণ সামনে থেকে পরিলক্ষ করেছেন এবং তারা বলেছেন এই রকম প্রশিক্ষণ মাঝে মাঝেই আয়োজনের প্রয়োজন।বলে তাইকোন্ডো প্রশিক্ষক দিবাকর মন্ডল জানান,
প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য ছেলে মেয়েদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে চলা,জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে তাদের মান উন্নয়ন করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here