লকডাউনে মাস্ক বানিয়ে রোজগারে নেমেছেন দর্জিরা

0
54

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে দর্জিদের কাজ নেই। তাই দোকানের জমিয়ে রাখা অপ্রয়োজনীয় টুকরো কাপড় সেলাই করে তা দিয়েই মাস্ক বানিয়ে রোজগারের পথ খুঁজছেন তারা। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার একাধিক দর্জি মাস্ক তৈরি করে তা বিক্রি করছেন স্থানীয় দোকানদারের কাছে। তাই এখন পানের দোকান থেকে সবজিওয়ালা পর্যন্ত সকলেই মাস্ক বিক্রি করছেন।

mask making | newsfront.co
চলছে মাস্ক তৈরি। নিজস্ব চিত্র

এই দুর্যোগের মুহূর্তে মাস্ক বিক্রি করে মুনাফাও বেশি হচ্ছে বলে বক্তব্য স্থানীয় ব্যবসায়ীদের। দর্জিরা টুকরো টুকরো কাপড় কেটে যে মাস্ক তৈরি করছেন, তাতে সেলাই ছাড়া অতিরিক্ত কোন খরচ নেই। আর তাই ওই ছোট ছোট কাটা পড়ে থাকা কাপড় গুলো এখন কাজে লাগছে। বিশেষ করে পুরুষ ও মহিলাদের পোশাক তৈরি করতে সুতির কাপড় ব্যবহার করা হত। সেই কাটা কাপড় দিয়েই মাস্ক তৈরি করছেন ছোট ছোট দর্জিরা।

আরও পড়ুনঃ ফের মালদহে আরও তিন আক্রান্ত, জেলায় মোট আক্রান্তের ১০

শহরের দর্জিরা জানান, ‘কোনও রকমে সেলাই করে তার সংসার চলত। এখন প্রায় দু’মাস হতে চলল সেই রাস্তা বন্ধ। পরিবার নিয়ে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। তখন তাঁর স্ত্রীর পরামর্শে শুরু করলাম মাস্ক বানানো। মাস্ক বিভিন্ন ডিজাইনের তৈরি করছি জমিয়ে রাখা এবং কিছু কাটা কাপড় থেকে। এটাই এখন তাদের রোজগারের অন্যতম পথ।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here