টইটম্বুর

0
157

গৌতম রায়

 

বিনুনীর জল চুইয়ে পড়ে না যেন ভেজায় চশমাটায়।
চশমা কি তুই ঝুলিয়ে রাখিস বুকের উপর কলজেটায়?

উজলকালো মেঘের বুকে কান্না কেন ভাসায় না?
তোর হাতে যে শক্ত মুঠি হাতই শুধু রাঙায় না।

রাঙিয়ে ওঠা বুকে কি
তোর আমীর খাঁ মেঘ বাজায় না?
তোর বুকেও তো বাজছে এখন আশাবরীর তাড়ানা।

সাঁকোর জলে টইটম্বুর
শাঁপলা ফুলের বসন্ত।
ডুববি নাকি কাটতে সাঁতার
আমার বুকের দিগন্ত?

আলগা করে ধরবি না তো আমার হাতের মুঠোটা?
কব্জির জোর দেখবি তখন
বাঁধবো যখন গগনটা।

তোর ঝাকড়া চুলে জলের দানা আকাশ জোড়া অনন্ত
সুঠাম হাতে চুইয়ে পড়া
উজান বওয়া বসন্ত।

ছায়াহিন্দোল একলা কাঁদান নাকু বাবু বিষন্ন।
আমি কিন্তু খুঁজে বেড়াই ঠোঁটের কোনায় ঘুমন্ত।ভুরুর তিলে জেগেই থাকে আমার চির বনান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here