নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাড়তে চলেছে তাজমহলের প্রবেশমূল্য। ভারতীয় এবং বিদেশী দুই ধরণের পর্যটককেই এবার থেকে তাজমহল দর্শনে গুণতে হবে অনেক বেশি অর্থমূল্য, সিদ্ধান্ত আগ্রা প্রশাসনের।
তাজমহলে ঢুকতে ভারতীয় পর্যটকদের এখন ৫০ টাকার টিকিট কাটতে হয় আর বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য ১১০০ টাকা। আগ্রা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে ভারতীয় পর্যটকদের টিকিটের মূল্য হবে ৮০ টাকা, আর বিদেশিদের ১২০০ টাকা।
এছাড়া তাজের প্রধান সৌধে ঢুকতে হলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সব পর্যটকদের থেকেই ২০০ টাকা প্রবেশমূল্য ধার্য করে। এবার থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ছাড়াও আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হবে আরও ২০০ টাকা। আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা জানিয়েছেন, “তাজের প্রধান সৌধে প্রবেশের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাশাপাশি আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিও আরো ২০০ টাকা বাড়তি চার্জ নেওয়ার প্রস্তাব দিয়েছে।”
আরও পড়ুনঃ এনসিসি আইন কখনওই রূপান্তরকামীদের অধিকার খর্ব করতে পারে না, রায় আদালতের
অর্থাৎ, তাজমহল সম্পূর্ণ ঘুরে দেখতে গেলে ভারতীয়দের এবার থেকে সবমিলিয়ে মাথাপিছু ৪৮০ টাকা খরচ করতে হবে আর বিদেশি পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে মোট ১৬০০ টাকা।
তাজমহল দর্শনের এই বর্ধিত মূল্য শুনে এক ভারতীয় পর্যটক তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন,” এই হারে যদি টিকিটের দাম বাড়ে তাহলে ভারতীয় পর্যটকরা তাঁদের নিজেদের ঐতিহ্য অনেকে দেখতেই পারবেন না। অনেক কম ভারতীয় পর্যটক তাজমহল দেখতে আসবেন ভবিষ্যতে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584