নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মেলা মানে মিলন ক্ষেত্র আর এই মিলন ক্ষত্রেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নাগরদোলনায় সেলফি তুলতে গিয়ে প্রান গেল এক যুবকের।
আলিপুরদুয়ারের বীরপাড়া কালিবাড়িতে সাতদিন থেকে রথের মেলা চলছে। সেই মেলাতে নাগর দোলনাতে উঠে শুক্রবার রাতে সেলফি তুলতে গিয়ে নাগর দোলনা থেকে ছিটকে পড়েন এক যুবক।
জানা গেছে, ওই যুবকের নাম সোমা ওরাও আনুমানিক (১৯)। সোমা কালচিনির বিচ চাবাগানের বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ এই ঘটনা ঘটেছে। বীরপাড়া হাসপাতালে নিয়ে গেলে ওই ১৯ বছরের যুবকে মৃত ঘোষনা করেন চিকিৎসাকরা।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, আহত ৫
বীরপাড়া থানার ওসি পি ডাব্লু ভুটিয়া বলেন, “মেলা চলছে। ওই যুবকের মৃত্যুর পর নাগরদোলনাটি বন্ধ করে দেওয়া হয়েছে।আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584