নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রক্তের সংকট। রক্তের সংকট মেটাতে এগিয়ে এল পুলিশ কর্মীরা।
বৃহস্পতিবার গাড়িধরা ফাঁড়ির পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্ত দান শিবির।এদিন মোট ৫২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। তার মধ্যে ৭ জন মহিলা রক্তদান করেন।
এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কার্শিয়াঙ মনোরঞ্জন ঘোষ, বামনপোখরিয়া রেঞ্জার সন্তোষ সার্ক, উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অমিতাম দও, গাড়িধরা ফাঁড়ির ওসি সুদীপ কুমার বিশ্বাস, সমাজসেবী মিন্টু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন গাড়িধরা ফাঁড়ির সকল পুলিশ কর্মীরা। এই বিষয়ে গাড়িধরা ফাঁড়ির ওসি সুদীপ কুমার বিশ্বাস বলেন যে, আমরা শুনেছি উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তের সংকট চলছে।
আরও পড়ুনঃ দুর্গাচক থানার উদ্যোগে রক্তদান শিবির
তাই সেই কথা মাথায় রেখে এদিন রক্ত দান শিবিরের আয়োজন করা এবং সংগ্রীহিত রক্ত উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। এতে কিছুটা হলেও রক্তের সংকট মিটবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584