সোনা, হীরা বা ইমিটিশনের ভারি গয়নাগুলো খুব একটা ব্যবহার করা হয়ে ওঠে না। বেশিরভাগ সময়ই এগুলো পড়ে থাকে আলমারি বা ড্রয়ারের কোণায় বা ব্যাংকের লকারে। আর ব্যবহার না করার ফলে গয়নাগুলোতে ধুলো পড়ে এবং রংও খানিকটা মলীন হয়ে যায়।
# গয়না পরিষ্কার রাখার কিছু উপায় উল্লেখ করা হল-
*জলে ক্ষারহীন সাবান গুলিয়ে নরম কাপড় ভিজিয়ে গয়না পরিষ্কার করে নিতে হবে।
*যখন ব্যবহার করা না হবে তখন পরিষ্কার এবং শুষ্ক স্থানে গয়না সংরক্ষণ করতে হবে। আর্দ্রতা গয়নার রং নষ্ট করে দিতে পারে।
*ওয়াশিং পাউডারের সঙ্গে কয়লা মিশিয়ে রুপার গয়না পরিষ্কার করা যেতে পারে।
*গরম জলে বেকিং সোডা ও ফয়েল পেপারের টুকরো মিশিয়ে গয়না পরিষ্কার করা যায়।
*পাথরের তৈরি গয়না পরিষ্কার করতে নরম টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
# গয়নার যত্ন নিতে-
-গয়না পরার পর কখনও সুগন্ধি স্প্রে করা উচিত নয়, এছাড়া চুলের লোশন বা ক্রিমও গয়না পরার আগেই ব্যবহার করা উচিত।
-গয়না সবসময় পরিষ্কার ও শুকনো রাখা প্রয়োজন। গলার হার, আংটি, কানের দুল বা যে কোনো গয়না ক্রিম, লোশন বা সুগন্ধির সংস্পর্শের বাইরে রাখতে হবে। তাই গয়না পরার আগে প্রসাধনী ব্যবহার করুন।
– গয়না সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। গয়নার হুকগুলো আটকে ঝুলিয়ে রাখতে হবে। একটা গয়না যেন অন্যটির সঙ্গে আটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
– ঘুমানোর আগে অবশ্যই গয়না খুলে রাখা উচিত। কারণ গয়না পরে থাকলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে।
-বেশিরভাগ গয়না রাখার বক্সের ভেতরের অংশে ভেলভেটের কাপড় দেওয়া থাকে। তবে এই কাপড় গয়নার উজ্জ্বলভাব নষ্ট করে। তাই এই ধরনের বক্স এড়িয়ে চলা ভালো। গয়না সুতির কাপড়ে জড়ানো বক্সে রাখা যেতে পারে।
– গয়না খোলার পর পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে আলাদা মুখ বন্ধ ব্যাগে সংরক্ষণ করতে হবে।
– এমন জায়গায় গয়না সংরক্ষণ করুন তা যেন সরাসরি বাতাসের সংস্পর্শে না থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584