ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনাভাইরাসকে গুজব ভেবে পাত্তা না দিয়ে মৃত্যু হল এক যুবকের। মার্কিন মুলুকের টেক্সাস নিবাসী ওই যুবক ‘কভিড১৯ পার্টি’তে অংশগ্রহণের পর করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
জানা গেছে টেক্সাসে এক করোনা আক্রান্ত রোগী করোনা পার্টির আয়োজন করে। আমন্ত্রণ জানানো হয় তাদের যাদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এই আনন্দ উৎসবটা ছিল একটা চ্যালেঞ্জের মত। সেই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করে সেই পার্টিতে যোগ দেয় বছর তিরিশের ওই যুবক। কিন্তু ওই পার্টিতে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই সে করোনা আক্রান্ত হয় ও শেষ পর্যন্ত সান অ্যান্টেনিও মেথোডিস্ট হাসপাতালে মৃত্যু হয় তার।
আরও পড়ুন:বিত্তের চেয়ে জীবন মূল্যবান! উচ্চহারে কর দেওয়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি কোটিপতিদের
হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান যে অনেক ক্ষেত্রেই তরুণ প্রজন্মরা বুঝতে পারে না যে তারা কতটা অসুস্থ। শেষ পর্যন্ত গাফিলতিই কাল হল ওই যুবকের। ওই যুবকের দেখভালের দায়িত্বে থাকা নার্স জানান শেষবেলায় ওই যুবক স্বীকার করে যে সে ভুল করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584