নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বিদ্যালয়ে ঠিকমত পঠন পাঠন হচ্ছেনা। বিদ্যালয়ে নেই ছাত্রছাত্রীদের জন্য শৌচালয়, নেই পানীয় জলের সুব্যবস্থা। এই অভিযোগ তুলে আজ আলিপুরদুয়ার ফালাকাটা লছমনডাবরী নজমুদ্দিন হাইস্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
আজ সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসতেই অভিভাবকরা সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের একটি ঘরের ভেতর ঢুকিয়ে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালা ভেঙ্গে শিক্ষক শিক্ষিকাদের উদ্ধার করে ।
আরও পড়ুনঃ তৈরি হয়ে তালাবন্দি শৌচালয়,দুর্ভোগ গাড়ি চালকদের
অভিভাবকদের অভিযোগ শিক্ষক শিক্ষিকারা সময়মত স্কুলে আসেন না এবং যখন খুশি বেরিয়ে যান। শৌচালয় নোংরা থাকায় ছাত্রীদের সমস্যা হয়।অনেকবার বলার পরও প্রধানশিক্ষক কোনো উদ্যোগ নেননি।পানীয় জলেরও ব্যবস্থা ভালো নেই ।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ খইরুল আলম জানান, “যে ফালাকাটা থেকে প্রতিমাসে সুইপার ডেকে এনে পরিষ্কার করানো হয় শৌচালয় । এছাড়া ফালাকাটাতে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আজকে যোগদান করার কথা
থাকলেও এই বিক্ষোভের ফলে যোগদান করতে পারলো না ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584