মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভারতের স্বাধীনতা দিবসের দিন কাবুল দখল করল তালিবান। এরপরই সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিলেন তালিবান মুখপাত্র শাহীন সুহেল। সেনা পাঠালে যে ফল ভাল হবে না, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন শাহীন। পূর্বতন আশরফ গনি সরকারের সঙ্গে ভারত সরকারের যে সখ্যতার সম্পর্ক ছিল, তালিবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক হবে। এবার এমনটাই জানালেন তালিবান মুখপাত্র।
রবিবার কাবুল দখল করে তালিবান। শীঘ্রই আফগানিস্তানে তালিবানের নেতৃত্বে পূর্ণ সময়ের সরকার গঠন হতে চলেছে। কিন্তু এই তালিবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের সুসম্পর্ক বজায় থাকবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালিবানের দাবি, ভারত যদি চায় তবে আগের মতোই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।
আরও পড়ুনঃ জল্পনা সত্যি করে তৃণমূলে অসমের মেয়ে সুস্মিতা দেব
সোমবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুহেল বলেন, “এবার আশা করি ভারতও অবস্থান পাল্টাবে। এত দিন আফগানিস্তানে জোর করে চাপিয়ে দেওয়া যে সরকার চলছিল, তাদের সমর্থন জানিয়েছিল ভারত। আগামী দিনে সেই সুসম্পর্ক বজায় থাকলে ভারত এবং আফগানিস্তান, দু’দেশের পক্ষেই তা মঙ্গলজনক হবে।’’
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে বিশেষজ্ঞ কমিটি গঠন করবে কেন্দ্র, সুপ্রীম কোর্টে হলফনামা
পূর্বতন আশরফ গনি সরকারের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের পর এখনও ২৪ ঘণ্টা কাটেনি, এর মধ্যেই আফগানিস্তানকে ফের ২০ বছর আগের ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এ ফিরিয়ে আনতে চাইছে তালিবান। ফলে এবার তালিবানের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তালিবানদের হাতে আফগানিস্তান ঠিক কতটা সুরক্ষিত থাকবে এবং পড়শি দেশগুলিতে তার কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়েও এবার আশঙ্কা দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584