মায়ানমার হত‍্যাযজ্ঞের ভয়াবহতার ছবি স‍্যাটেলাইটে

0
429

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

ছবি-রয়টার্স।

ধ্বংস্বাত্মক রাখাইনের পুড়ে যাওয়া গ্রামগুলোতে দাঁড়িয়ে থাকা গাছপালাগুলোই প্রমাণ দিচ্ছে, কতখানি নির্মম ছিল রোহিঙ্গাদের ওপর নির্যাতন। রয়টার্স সূত্রে পুড়ে যাওয়া উত্তর রাখাইনের মংডুর একটি গ্রামে সেনাবাহিনী অগ্নি-তাণ্ডবের ধ্বংসাবশেষ তুলে ধরা হয়েছে ছবিতে।

ছবি-রয়টার্স।

নৃশংসতার আগুনে পুড়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকা রাখাইনের গাছপালাও যেন তুলে ধরেছে মায়ানমার নিরাপত্তাবাহিনীর কঠোর ও অমানবিক তাণ্ডবের কথা। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়াবহ নৃশংস হত্যাযজ্ঞ, ধর্ষণ, দলগত ধর্ষণ ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়ার অভিযোগ করছেন।

ছবি-রয়টার্স।

তাদের বক্তব‍্য, মায়ানমার সেনারা নারী, তরুণী ও কিশোরীকে তাদের পরিবারের সদস্যদের সামনে গণ-ধর্ষণ করছে। ঘরে বন্দি করে আগুনে পুড়িয়ে হত্যা করছে। সেনাবাহিনীর এই নারকীয় হত্যাযজ্ঞ ও নৃশংসতাকে মানবতা-বিরোধী অপরাধের শামিল বলে মায়ানমার দোষী সাব্যস্ত করেছে মালয়েশিয়ার আন্তর্জাতিক গণ-আদালত।

ছবি-রয়টার্স।

স্যাটেলাইট থেকে রাখাইনের ছবি পাাওয়ার পর মানবাধিকার সংগঠনগুলোও সরব হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here