শোকপ্রকাশ করলেও চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর দায় এড়াল তালিবানরা

0
85

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কান্দাহারে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর নিন্দা করে সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্র সংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ফের সরব ভারত। বিদেশ সচিব হর্ষ শ্রীংলা রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এবিষয়ে বক্তব্য পেশ করেন। পাশাপাশি তিনি জানান যে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস দানিশের দেহ উদ্ধারের বিষয়ে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

Danish Siddiqui
ছবি: সংগৃহীত

তালিবানদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ঘটনাস্থলে একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপস্থিতির কথা তাঁরা জানতেন না। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে কোন সাংবাদিক উপস্থিত রয়েছেন জানলে তাঁরা দানিশের নিরাপত্তা বিষয়ে খেয়াল রাখতেন। দানিশ সিদ্দিকীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুজাহিদ।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ মারফত জানা গিয়েছে, স্পিন বলডাকে মৃত্যু হয় দানিশের। এরপর তালিবানরা তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলেও দিয়েছে।

আরও পড়ুনঃ ইন্টারনেট সংযোগের উন্নতি না হলে ভার্চুয়াল শুনানি একটি ‘সার্কাস’, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির

দানিশ সিদ্দিকীর মৃত্যু এবং সম্পূর্ণ ঘটনাবলী সম্পর্কে বিদেশ সচিব হর্ষ শ্রীংলা রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বলেন, ‘নতুন প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে জঙ্গিগোষ্ঠীগুলির হাতে। যার সাহায্যে তারা মানবিক সংস্থাগুলির কাজেও বাধা দিচ্ছে। সারা বিশ্বে মানবতা সংকটের মুখোমুখি, এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের উচিত যথেষ্ট নজর দেওয়া।’ রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আমেরিকাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here