সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজও মনে করিয়ে দেয় তেভাগা আন্দোলনের দিনগুলির কথা।দু’শতবছরের পরাধীন ভারতবর্ষ স্বাধীন রুপে পেয়েও ভারতবর্ষকে পাচ্ছিলো না দক্ষিন সুন্দরবনবাসি।কংগ্রেস থেকে বাম সরকারের শাসনকালে যে প্রত্যাশা মানুষ পেয়েছে তার শিকিভাগ পায় নি বলে অভিযোগ ছিল দ্বীপবাসিদের মধ্যে।
নামখানা ব্লক,যে ব্লক পরিবর্তনের পর প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়নে। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে কিছুটা হলেও চাহিদা পূরন হয়েছে ঠিকই।কিন্তু সম্পুর্ন চাহিদা! আজও রয়েছে অভাব অভিযোগ,রয়েছে ক্ষোভ বিক্ষোভ।তৃণমূল সরকারের পরিবর্তনে নামখানা ব্লক ঘাসফুলের অক্সিজেন বাড়িয়েছে দিকে দিকে।
এবার একুশে বিধানসভা জয় লক্ষ্য করে এগিয়ে চলেছেন নামখানা যুব তৃণমূল কংগ্রেস ও মাদার তৃণমূল কংগ্রেস।ইতিমধ্যে নামখানা ব্লকের তৃণমূল সুপ্রিমো ওরফে জেলা তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষ শ্রী মন্ত কুমার মালি নেতৃত্বে শুরু হয় দিদিকে বলো কর্মসূচি অভিযান।
আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মশালা কুল্পিতে
দশমাইল বাজারে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন সারলেন সর্মথকদের নিয়ে।নামখানা ব্লকের সাতটি গ্রামপঞ্চায়েতের মধ্যে দুটি গ্রামপঞ্চায়েতের দুটি মৌজি দায়িত্ব পেয়েছে শ্রীমন্ত কুমার মালি।দিদিকে বলো কর্মসূচি শুরু করেন দশ মাইল বাজারে।দোকানে দোকানে জনসংযোগ গড়ে তোলেন তিনি।নামখানা ব্লকে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করে বেশকয়েকটি বুথে।
লক্ষ্য একুশে বিধান সভা।দক্ষিন সুন্দরবনে যুবদের কাঁধে দিদিকে বলো কর্মসূচি শুরু করে এগিয়ে যেতে চাইছে।ক্ষোভ বিক্ষোভ আর দলীয় কার্যালয় নই।এবার অভিযোগ নিতে হাজির খোদ নেতারা।
নামখানা ব্লকের দিদিকে বলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি চিত্তরঞ্জন কাঁপ।বিরেন্দ্রনাথ গিরি শিবরামপুর অঞ্চল সভাপতি।
ফ্রেজারগঞ্জ যুব সভাপতি প্রসেনজিৎ জানা,ছিলেন সুব্রত কান্ডারী,স্রিদাম মন্ডল,গবিন্দ প্রামানিকের মতন নেতৃত্বরা।২১শে বিধানসভা শুধু হয় নিজেদের মধ্যে তৃণমূল ভিত শক্ত করার পাশাপাশি বিরোধী দুরমুস করতে এমন পরিকল্পনা।মত রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584