সুদীপ পাল, বর্ধমানঃ
‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচিতে গিয়ে রান্না করলেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। পূর্ব বর্ধমানের মেমারির নিমো ২ গ্রাম পঞ্চায়েতে গিয়ে রান্না করেন তিনি।
বাড়ি বাড়ি ঘুরতে গিয়ে এক গরীব পরিবারের বাড়িতে গিয়ে দেখেন সজনে শাক রান্না হচ্ছে। তা দেখে বিধায়ক নিজে খুন্তি হাতে নিয়ে রান্না করা শুরু করেন।
এলাকার মানুষদের সাথে কথা বলার সময় উঠে আসে এলাকার সমস্যার কথা। বিধায়ক এলাকায় যেতেই কাঁসার পাত্রে জল দিয়ে পা ধুইয়ে দেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ পিঠে কুলো কানে তুলো,’দিদিকে বলো’ সম্পর্কে অধীর
উল্লেখ্য, এই এলাকা থেকে পাঁচজন বাসিন্দা ‘দিদিকে বলো’ টোল ফ্রি নম্বরে ফোন করেছিলেন। এদিন বিধায়ক সেই পাঁচজনের বাড়িতেই যান।
সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। পানীয় জলের সমস্যার কথা জানানো হলে তিনি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে কথা বলবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584