তামিলনাড়ু থেকে স্কুটিতে বালুরঘাট সবুজ স্বচ্ছ স্বাস্থ্য সচেতনতার প্রচারে

0
74

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Tamilnadu to balurghat for awareness Promotion3
নিজস্ব চিত্র

গ্রীন ইন্ডিয়া,ক্লিন ইন্ডিয়া ও হেলথ ইন্ডিয়া দেশের এই তিনটি গুরুত্বপুর্ন বিষয় সম্বন্ধে দেশের সব রাজ্যের মানুষকে সচেতন করতে ও গিনেস বুক অফ রেকর্ডে নথিভুক্ত হওয়ার লক্ষ্যে স্কুটারে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে পৌঁছালেন তামিলনাডুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এস সেলভাকুমার।

Tamilnadu to balurghat for awareness Promotion3
প্রফেসর ডঃ এস সেলভাকুমার।নিজস্ব চিত্র

উদ্ভিদ প্রযুক্তিবিদ্যা বিভাগের প্রধান ডঃ এস সেলভাকুমারের লক্ষ দেশের ২০০ দিনে ১লক্ষ২০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে দেশের ২৯টি রাজ্যের বাসিন্দাদের মধ্যে দেশেকে সবুজ,স্বচ্ছ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোই তার প্রধান উদ্দেশ্যে।

তামিলনাডুর কুড্ডালুর জেলার ভাদালুর এলাকার বাসিন্দা বোটানির টেকনলজি বিভাগের প্রফেসর ডঃ সেলভাকার ইতিমধ্যেই তার লক্ষ পূরনে তামিলনাড়ু,অন্ধ্র প্রদেশ ওডিশা ও পশ্চিমবঙ্গের ২,৫২১ কিমি অতিক্রম করে ফেলেছেন তার এই সচেতনতার রোড ম্যাপে।

বাড়িতে তাঁর ডাক্তার স্ত্রী শান্তি লতা ছাড়াও রয়েছে তার দুই ছেলে তারাও পেশায় ডাক্তার। তারা ও তার এই দেশবাসীকে সচেতন করতে স্কুটারে বেড়িয়ে পড়াকে নানানভাবে উৎসাহ জুগিয়েছেন।

Tamilnadu to balurghat for awareness Promotion3
নিজস্ব চিত্র

গতকাল তিনি বালুরঘাটে তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অনুরাধাকে দেখা করেন। দীর্ঘদিন পর ওই ছাত্রী তার শিক্ষককে দেখে ভীষন খুশি। পাশাপাশি তাকে আজ সকালে হিলিতে নিয়ে গিয়ে ভারত – বাংলাদেশ সীমান্ত পরিদর্শনের পাশাপাশি তার পথে বেড়িয়ে পড়ার মূল উদ্দেশ্য নিয়ে ও হিলিতে সচেতনতা চালান।

আজ বিকেলে প্রফেসর তার পথ চলার সাথী স্কুটারটির কিছু কাজ করে সিকিমের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

সিকিম থেকে আসম হয়ে পাচ সিসটার স্টেট গুলো ঘুরে বিহার হয়ে উত্তরপ্রদেশ দিয়ে জন্মু – কাশ্মীর ঘুরে দিল্লি। সেখানে তিনি দেশের প্রেসিডেন্টের সাথে সৌজন্য মুলক দেখা করে তার এই সচেতনতার বিষয়টি অবগত করবেন বলে জানিয়েছেন।

যদিও তার এই পথ চলা এই প্রথম নয়।এর আগে ১৯৮৪ সালেও বাই সাইকেল নিয়ে সচেতনতা নিয়ে দেশের বিভিন্ন অংশ পরিক্রমা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। বালুরঘাট থেকে সিকিম রওনা হওয়ার আগে ডঃ এস সেলভাকুমার জানান,দেশের জনগনকে সবুজ ভারত স্বচ্ছ ভারত ও স্বাস্থ্য ভারত এই নিয়ে সচেতন করাই তার এই যাত্রা।

আরও পড়ুনঃ অশ্লীল লিফলেট বিতর্কে গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন

পাশাপাশি ২০০ দিনে ১লক্ষ ২০ হাজার কিমি অতিক্রম করে গিনিস বুকে ওয়ার্ল্ড রের্কড হিসেবে নথীভুক্ত করাও তার মূল উদ্দেশ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here