‘যশ’-এর মোকাবিলায় তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে রূপনারায়ন তীরবর্তী এলাকায় প্রস্তুতি

0
58

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

স্থলভাগের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। পূর্বাভাস মতো বুধবার ভোরে বা সকালেই তা আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

damaged bank | newsfront.co
নিজস্ব চিত্র
officers | newsfront.co
নিজস্ব চিত্র

তাম্রলিপ্ত পৌরসভার ১৬নং ওয়ার্ডে রূপনারায়ন নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত মানুষজনের ঘরবাড়ি রয়েছে সেই সব এলাকা পরিদর্শন করেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্রনাথ রায় , বোর্ড সদস্য চঞ্চল কুমার খাঁড়া,স্নিগ্ধা মিশ্র সহ আরও অনেকে। এলাকায় থাকা বাড়িগুলির মানুষের সাথে কথা বলেন তারা।

officers visit | newsfront.co
নিজস্ব চিত্র

পৌরসভার তরফ থেকে ঘূর্ণিঝড় কবলিত মানুষদের জন্য প্রায় যে দশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলিতে যাওয়ার অনুরোধ করেন। পাশাপাশি রূপনারায়ন নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সমস্ত রকম সর্তকবার্তা ও থাকার ব‍্যবস্থা ও খাওয়ার ব‍্যবস্থা করবেন এই সহযোগিতার বার্তা দেন।

boats | newsfront.co
নিজস্ব চিত্র
peoples | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ‘যশ’- এর দাপটে দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি

পাশাপাশি পৌরসভার তরফ থেকে নদী পাড় সহ তমলুক শহর জুড়ে সতর্ক বার্তা টোটোর মাধ্যমে প্রচার করা হয়। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। পৌরসভা এলাকার বাসিন্দারা যদি কোন সমস্যায় পড়েন তৎক্ষণাৎ যেন পৌরসভার আপদকালীন কন্ট্রোল রুমে থাকা নম্বর গুলিতে ফোন করার কথা জানানো হয়,তার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট, আক্রমণাত্মক কল্যাণ

তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে একটি একটি বিশেষ হেল্প লাইন নাম্বার চালূ হয়েছে। নম্বরটি হলো- ৯৪৭৪৫৯৮২০৭। জরুরী ভিত্তিতে সব সময় এলাকাবাসীদের পাশে থাকবেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসকসহ বোর্ডের সদস্যরা এমনটাই জানানো হয় পৌরসভার পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here