তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
অবশেষে সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দারিভিট বিদ্যালয়ের আবার স্বাভাবিক ভাবে পঠন-পাঠন শুরু হতে চলছে।সোমবার ইসলামপুরের মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক মণীশ মিশ্র,মহাকুমা পুলিশ সুপার সোমনাথ ঝা, ডি আই সুজিত মাইতি, বিজেপি ,তৃণমূল কংগ্রেস ,কংগ্রেস, সিপিআইএম,ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিসহ মৃত রাজেশ এর বাবা নীল কমল সরকার ও মৃত তাপসের বাবা বাদল বর্মন এর উপস্থিতিতে আলোচনা হওয়ার পর সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে আগামীকাল থেকে পুনরায় দাড়িভিট স্কুলের দরজা খুলে যাবে।
স্কুল স্বাভাবিক হবে আগের মতন করেই।এদিকে মৃত রাজেশ বর্মনের বাবা নীল কমল সরকার জানান তারা প্রশাসনকে একমাস সময়সীমা বেঁধে দিয়েছে।দোষীদের শাস্তি এবং সিবিআই তদন্ত করার জন্য।এর মধ্যে যদি তারা অর্থাৎ প্রশাসন তাদের দাবি না মানে তাহলে আবারও এক মাস পর গ্রামবাসীদের সাথে আলোচনা করেই পুনরায় তাদের আন্দোলনের রূপরেখা ঠিক করবেন। তারা বর্তমানে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।এদিকে ইসলামপুরের মহকুমাশাসক মনীষ মিত্র জানান আজকের এই সর্বদলীয় বৈঠক করার পর দাড়ি বিট স্কুলের জট খুলে গেল। আগামী দিনে এলাকার বাসিন্দাদের দাবি মেনে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে তিনি আশ্বাস দিলে বৈঠকে উপস্থিত সকলে তা মেনে নেন এবং আগামী কাল থেকে স্কুল খোলার সিদ্ধান্ত প্রশাসনকে জানিয়ে দেন।ফলে প্রশাসনের উদ্যোগে আজ যে সাময়িকভাবে দাড়িভিট এর জট খুললো তা বলা যেতে ই পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584