নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেসরকারী কোম্পানির তে চাকরি করেন। আজ তার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিলেন খড়গপুর শহরের সুভাষ পল্লীর বাসিন্দা তানিয়া চক্রবর্তী।খড়গপুর এর মালঞ্চ তে একটি হোমে বেশ কয়েকজন সহায় সম্বলহীন মানুষদের সঙ্গে তিনি আজ কের দিন টি কাটালেন।শুধু কাটালেন না,সঙ্গে বসে কেক কাটলেন,পাশাপাশি করলেন বস্ত্র বিতরণ।
তানিয়া র এই মহৎ উদ্যোগ এর সাক্ষী হতে পাশে ছিলেন ওনার বাবা শঙ্কর চক্রবর্তী ও মা রিতা চক্রবর্তী।শঙ্কর বাবু জানান,মেয়ে তানিয়া প্রতি বছর জন্মদিন উপলক্ষে সমাজের নানা রকম গরীব মানুষ,পাশাপাশি যারা অবহেলিত ছেলে বা মেয়ে র কাছে যায়,তাদের পাশে দাঁড়ায়।এতেই আনন্দ পায় তানিয়া চক্রবর্তী। আজ কেও একটি হোমে এ প্রায় ৭০ জন কে বস্ত্রবিতরণ করেন। আর স্বভাবতই মেয়ের আনন্দে খুশি বাবা ও মা।
আরও পড়ুনঃ পুজোর গাইডম্যাপ উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্যোগ জেলা পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584