ট্যাঙ্ক আছে জল নেই গোলাপপুরে

0
56

সুদীপ পাল,বর্ধমানঃ

জলের জন্য ছুটতে হয় বেপাড়ায়।বেপাড়ায় জল নিতে গিয়ে অনুন্নত সম্প্রদায়ের বলে জলও দিতে চায় না অনেকেই। এমনই অভিযোগ গোপালপুর পশ্চিমপাড়ার মালপাড়া এবং বাউরিপাড়ার বাসিন্দাদের।অথচ কাঁকসা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল,কিন্তু জলের অবস্থা তথৈবচ।এই প্রকল্পে খরচ হয়েছে একলক্ষ টাকা। বাসিন্দাদের অভিযোগ গ্রামের একেবারে শেষ প্রান্তে হওয়ার জন্য ডিপ টিউবয়েলের জল আসে না ট্যাপ কলগুলিতে।তাই ট্যাঙ্ক বসানো হয়েছিল,কিন্তু তাতে জলই মেলেনি।

জলহীন কল।নিজস্ব চিত্র

শাসক দলের এই ক্রিয়াকলাপকে দুর্নীতি আখ্যা দিয়ে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘরুই জানান তদন্ত করলেই প্রমান হয়ে যাবে আর্থিক দুর্নীতি করেছে তৃনমুল পরিচালিত পঞ্চায়েত সমিতি।কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন,লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।  একই সাথে অভিযোগ উঠছে গোপালপুর পশ্চিমপাড়াতে আর একটি জলের ট্যাঙ্ক, বসানো হয়েছে। অথচ ঐ পাড়ায় যেখানে পানীয় জলের কোন সমস্যা নেই।শাসক দলের নেতাদের এই খামখেয়ালীপনা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here