ঘরে থাকুন, সুস্থ থাকুন: ছবি এঁকে সচেতনতার বার্তা হুগলির তনুশ্রীর

0
629

মোহনা বিশ্বাস, হুগলীঃ

করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ গোটা বিশ্ব। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ আজ ঘরবন্দী। করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় ও রাজ্যসরকার।

drawing | newsfront.co
ভাইরাস বধের চিত্র। নিজস্ব চিত্র

এই মারণ ভাইরাস যাতে কোনভাবেই আর প্রভাব বিস্তার করতে না পারে সেইজন্য লকডাউনের এই ২১দিন প্রত্যেকটি মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখলে তবেই আটকানো যাবে করোনার সংক্রমণ।

corona virus drawing | newsfront.co
জনগনকে কিভাবে ভাইরাস আক্রমণ করছে।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লক ডাউনে আটকে পড়া বহিরাগত ও ভবঘুরেদের খাওয়াবে, জেলা প্রশাসন

দেশের এহেন সংকটজনক পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর এই নির্দোশিকায় কর্ণপাত করছেন না অনেকেই। লকডাউনের দিনগুলিতেও বেশ কিছু জায়গায় চোখে পড়ছে অন্যান্য দিনের মতই জন সমাগমের চিত্র।

Tanusree Saha | newsfront.co
তনুশ্রী সাহা, ছাত্রী। নিজস্ব চিত্র

প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে অনেকেই। মানুষের এই আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। আর তাই করোনার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে মানুষকে সচেতনতার বার্তা দিল হুগলীর এক কিশোরী। নাম তনুশ্রী সাহা। বাড়ি ব্যান্ডেলের দক্ষিণ নারায়নপুর, কোদালিয়ায়।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে মাক্স হাতে পথে নামলেন, ১নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার

চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী হাতে এঁকে করোনা নিয়ে মানুষকে সচেতন করে চলেছে। ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসে তনুশ্রী। করোনার মতো মারণ ভাইরাসকে নিয়ে যখন উদ্বেগে রয়েছে চিকিৎসা মহল তখন কিছু মানুষের সেসব বিষয়ে কোনরকম চিন্তাই নেই।

সাধারণ মানুষের এই উদাসীনতার জন্যই এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারে রাজ্যে তথা গোটা দেশে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। করোনা ভাইরাস যে কতটা ক্ষতিকারক, এই মারণ ভাইরাস থেকে কিভাবে মানুষকে বাঁচানো হচ্ছে অন্যদিকে, কিভাবে মানুষ নিজের বিপদ ডেকে আনছে, সেই চিত্রই উঠে এসেছে ছবিটিতে।

ভাইরাল হওয়া এই ছবিটি দেখেই আঁকার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার অভিনব উপায় বেছে নিয়েছে ওই কিশোরী। সে তার আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলেছে, করোনা ভাইরাস সংক্রমণ ঘটাতে চলেছে বর্তমানে গোটা বিশ্বকে। দিন রাত পরিশ্রম করে চিকিৎসকরা লড়াই চালিয়ে যাচ্ছে সেই ভাইরাসের সাথে।

অন্যদিকে পুলিশও নিজের জীবনকে বাজি রেখে মানুষের স্বার্থে লড়ে চলেছে। সকলেরই উদ্দেশ্যে বিশ্বকে এই ভাইরাসের হাত থেকে মুক্ত করা। অথচ সাধারণ মানুষ অযথা ঘর থেকে বেরিয়ে সেই ভাইরাসকেই ডেকে আনছে নিজেদের ক্ষতির জন্য। তাই মানুষের উচিত সরকারের নির্দেশিকা মেনে ঘরে থাকা, নিজেকে সুস্থ রাখা, এবং অন্যকেও সুস্থ রাখা। সামাজিক দূরত্ব বজায় রাখা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here