শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী সংস্কারের কাজ শুরু হবে এই বছর জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। ২০১৪ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী সংস্কারের নির্দেশ দিয়ে যান। এই মত টেন্ডার ডাকা হলেও বিভিন্ন কারণবশত এই সংস্কার থমকে যায়। কিন্তু ২০১৯ সালের উনিশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ দিনাজপুর জেলায় এসে পুনরায় কঠোরভাবে দিঘী সংস্কারের নির্দেশ দিয়ে যান। সেইমতো তপন দীঘির সংস্কারের কাজ শুরু হবে খুব শীঘ্রই। কথিত আছে বলি রাজার পুত্র বান রাজা দক্ষিণ দিনাজপুর জেলার একটি দীঘিতে তর্পণ করতেন সেই তর্পণ করার উপলক্ষেই এলাকার নাম তপন নামে প্রসিদ্ধ হয়ে ওঠে।
আরও পড়ুনঃবিয়ের পাঁচ মাসের মধ্যে নিজের ঘর থেকে উদ্ধার যুবকের দেহ
রাজ্য সরকার এই প্রাচীন দীঘিটিরই সংস্কারের উদ্যোগ নিল। ইতিমধ্যে সুপ্রাচীন এই দীঘির সংস্কার করে রাজ্য সরকার এই এলাকায় পর্যটনের বিকাশ ঘটানোর চেষ্টা চালাচ্ছেন। সেই মতই এই তপন দীঘির সংস্কারের কাজ শুরু করল রাজ্য সরকার। এই তপন দিঘির সংস্কারের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে ৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে। তপন দীঘির সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ হয়। এই মাসের শুরুর দিকে সংস্কারের কাজ শুরু হবে। দীর্ঘদিনের তপন বাসীর দাবি মেনে রাজ্য সরকার এই দীঘির সংস্কার করায় খুশি তপনবাসী থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584