নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সময়ে-অসময়ে চিরতরে হারিয়ে যাওয়া তারাদের স্মৃতি রোমন্থন করতে এসভিএফ এবং উইন্ডোজের যৌথ উদ্যোগে আসছে ‘তারাদের শেষ তর্পণ’। পরিচালনার দায়িত্বে অরিত্র মুখার্জি। সঞ্চালনায় শিবপ্রসাদ মুখার্জি।
সাংবাদিক গৌতম ভট্টাচার্যের ‘তারাদের শেষ চিঠি’ বইয়ের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এই সিরিজ। নামেই সিরিজ, আসলে স্মৃতি রোমন্থনের আয়োজন।এক এক পর্বে এক একজন হারিয়ে যাওয়া তারকার স্মৃতিচারণায় থাকবেন অন্য তারকারা।
পি.কে ব্যানার্জি থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, তাপস পাল, সুপ্রিয়া দেবী, চূণী গোস্বামী, সুশান্ত সিং রাজপুত, মহুয়া লাহিড়ী সহ বারো জন তারকার স্মৃতি চারণায় থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, রূপা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য, প্রসূণ ব্যানার্জি, ব্রততী ব্যানার্জি, শ্রীকান্ত আচার্য, শতাব্দী রায় সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ এবার ক্রাইম থ্রিলারের পথে সত্যজিৎ
মহালয়ায় ‘তারাদের শেষ তর্পণ’-এর স্ট্রিমিং শুরু হতে চলেছে হৈ চৈ-তে। প্রথম পর্বে সুনীল জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে সুনীল গঙ্গোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584