নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ক্রমশ বাড়ছে উদ্বেগ, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কর্তৃপক্ষ। যদিও এর আগে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধই ছিল।
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ভক্তরা আর পুজো দিতে মন্দিরে প্রবেশ করতে পারবেন না তবে নিয়মরীতি মেনেই চলবে পুজো। মন্দিরের পুরোহিতরাই প্রথা মেনে পুজো সারবেন। জানানো হয়েছে, অতিমারির কারণেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ করোনা নিরাময়ে গোমূত্র পানের পরামর্শ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের
উল্লেখ্য, গতবছর লকডাউনে বন্ধ ছিল তারকেশ্বর। এরপর জুন মাসে সমস্ত ধর্মীয়সংস্থানগুলি খোলার নির্দেশ দেয় সরকার। তবে সংক্রমণ রুখতে মন্দিরের দরজা বন্ধ রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে খোলা হয়েছিল মন্দির। তারপর করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে আজ এই সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584