করোনাকে ভয় নয়, গানের মাধ্যমে বধ করতে চান প্রবীণ লোকশিল্পী

0
35

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তা সে দূর্গা পূজা হোক কিংবা ভয়াবহ প্রাকৃতিক কোন দুর্যোগ। যাই দেখুক না কেন, তা দিয়েই গান বাঁধেন এই প্রবীন শিল্পী। শুধু গান লেখাই নয়, নিজেই তার সুর দিয়েছেন।

Taranimohon Biswas | newsfront.co
তরণীমোহন বিশ্বাস। লোকশিল্পী। নিজস্ব চিত্র

জানা যায়, বাড়ি রায়গঞ্জ ব্লকের কাশিবাটি গ্রামের বাসিন্দা বছর সত্তরের তরণীমোহন বিশ্বাস। গোটা বিশ্বের মানুষ যখন করোনা ভাইরাসে আক্রান্ত। ঠিক সেই সময় জনসাধারণকে একটু চিন্তা মুক্ত করতে এগিয়ে এলেন তিনি। এদিকে গ্রামগঞ্জের মানুষ লোকগানকে বিশেষ গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ লকডাউন পিরিয়ডে দুঃস্থদের অন্ন দিতে এগিয়ে এলেন, কাউন্সিলররা

তাই ‘করোনা বধ করিতে, গোলা বারুদ লাগবে নারে…।’ এই গান গাইতে গাইতেই গ্রামগঞ্জে ঘুরছেন তরণীমোহন। মানুষ সচেতন হলেই করোনার মত মারণ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। কাজেই নিজেই সচেতনতার লোকগান বাঁধলেন কাশিবাটির লোকশিল্পী তরণীমোহন বাবু।

‘ শুনি এসো ভাই দেশটারে করোনা মুক্ত করি তাড়াতাড়ি’ গাইতে গাইতে চলেছেন… যদিও লকডাউনের কারণে তাঁর প্রচারে কিছুটা বেঘাত ঘটেছে। তবে তাতে কি???

এদিকে করোনা ভাইরাস রুখতে গোটা দেশে চলছে লকডাউন। আর এই লকডাউন সফল করতে তৎপর রাজ্য প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের কী কী করনীয়? রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে চলছে তারই সচেতনতার প্রচার।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধারন মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছে। প্রশাসনের পাশাপাশি এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় মানুষকে সচেতন করতে অভিনব পন্থা অবলম্বন করলেন কাশিবাটি গ্রামের বাসিন্দা প্রখ্যাত এই লোকসঙ্গীত শিল্পী।

শিল্পীর মতে, লকডাউনে মানুষ এখন শুধুই বাড়িতেই বসে দিন কাটাচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here