নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ও ঘূর্ণিঝড়ের মাঝেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ট্যারেন্টুলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেদিনীপুর শহর সংলগ্ন কোতয়ালি থানার তোলাপাড়া এলাকায়। এক টোটো চালকের বাড়িতে শুক্রবার রাতে একটি ট্যারেন্টুলা দেখতে পায় ওই বাড়ির লোকেরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকায় ও শালবনি ব্লকের কয়েকটি জায়গায় শুক্রবার ও শনিবার বেশ কয়েকটি ট্যারেন্টুলা দেখতে পাওয়া যায়। যার ফলে করোনা ও ঘূর্ণিঝড় – এর মাঝেই ট্যারেন্টুলা আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের রামচন্দ্রপুর গ্রামে ও বরকনদ রামচন্দ্রপুর গ্রামের হরেন পাত্রের বাড়িতে দুটি বড় ধরনের ট্যারেন্টুলা দেখতে পায় তার বাড়ির লোকেরা।
আরও পড়ুনঃ ‘আল্লাহপাক, আর শাস্তি দিয়ো না’ – কাতর আর্তি বৃদ্ধার
ওই গ্রামের আরো এক জনের বাড়িতে আরো একটি বড় ধরনের ট্যারেন্টুলা পাওয়া যায়। যার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে বিভিন্ন গ্রামে বিষাক্ত ট্যারেন্টুলা দেখা যাচ্ছে তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে গ্রামবাসীরা ট্যারেন্টুলা গুলিকে মেরে দিচ্ছে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা বন দফতরের আধিকারিকদের জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584