মন্দির চত্বরে মোবাইলে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি

0
137

পিয়ালী দাস, বীরভূমঃ

তারাপীঠে মা তারার ছবি ব্যবহার করে অসৎভাবে ভক্তদের ঠকানোর চক্রান্ত রুখতে এবার মন্দির চত্বরে মোবাইলে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।

maa tara | newsfront.co
ফাইল চিত্র

লকডাউন চলাকালীন বেশ কিছু অসাধু চক্র ইন্টারনেটের মাধ্যমে মা তারার ছবি ব্যবহার করে প্রচার করছে ঘরে বসেই মা তারার আরাধনা করতে পারবে ভক্তরা। মিলবে মা তারার ভোগের প্রসাদ, এমন বিজ্ঞাপন দেখে বহু ভক্ত এই প্রতারণা চক্রের ফাঁদে ইতিমধ্যে পা দিয়ে টাকা খুইয়েছেন।

আরও পড়ুনঃ এবার আলিপুর চিড়িয়াখানার তথ্য মিলবে মোবাইল অ্যাপে

বিভিন্ন স্তর থেকে মন্দির কমিটির কাছে অভিযোগ আসতে শুরু করে টাকা দিয়ে ওই প্রতারণা চক্র থেকে ভোগের প্রসাদ না পেয়ে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মন্দিরের সমস্ত সেবাইতদের নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। যেহেতু মন্দিরে আগত ভক্তদের মোবাইল সুরক্ষিত রাখার জন্য কোন ঘর তৈরি হয়নি তাই সর্বসম্মতভাবে আপাতত মন্দির কমিটি সিদ্ধান্ত নেয় তারাপীঠ শহরজুড়ে প্রচার চালানো হবে যে মন্দিরে পুজো দিতে আসলে মোবাইল নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না।

তার কারণ হচ্ছে ভক্তরা মায়ের ছবি নিজেদের মোবাইল বন্দি করে বাড়িতে নিয়ে যান সর্বক্ষণ আশীর্বাদ ধন্য হবে বলে। কখনও কখনও পর্যটকরা মা তারার ছবি অন্যান্য ভক্তদের দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দিয়ে থাকেন, কিন্তু প্রতারণাকারীরা ওৎ পেতে বসে থাকে সেই সব ছবি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য।

আরও পড়ুনঃ মঙ্গলবারে আর বসবে না হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট

মা তারার আশীর্বাদ নিতে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে মানুষ আসেন তারাপীঠে। তাই এটা মন্দির কমিটির দায়িত্ব যাতে একজন ভক্তও কোনভাবেই কোন প্রতারণা চক্রের শিকার হয়ে প্রতারিত না হন। মন্দির কমিটি থেকে জানানো হয় দ্রুত একটি ঘর তৈরি করা হবে, যেখানে ভক্তদের মোবাইল ফোন সুরক্ষিত থাকবে এবং মন্দিরের ভেতরে নিশ্চিন্তে মা তারা দর্শন করতে পারবে আগত পর্যটকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here