মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কৌশিকী অমাবস্যায় ভিড় এড়াতে আগামীকাল শুক্রবার থেকে টানা ছ’দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। আগামী মঙ্গলবার পড়েছে কৌশিকী অমাবস্যা। আর তার আগেই করোনাকালে মন্দির প্রাঙ্গণে যাতে জমায়েত না হয় সেই ব্যবস্থাই করল মন্দির কমিটি। গত ১৭ অগাস্ট, প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোভিডের কারণে গত বছরের মতো এবছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।
করোনা পরিস্থিতির কারণে ভিড় কমাতে আগামীকাল অর্থাৎ, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এর মাঝে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে কৌশিকী অমাবস্যা। ওই দিনে তারাপীঠে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। কোভিড পরিস্থিতি যাতে এত মানুষের সমাগম না হতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ কাশিমবাজারের ঐতিহ্যবাহী প্রাচীনতম করুণাময়ী কালীবাড়ির বর্তমান ও অতীত
তবে, কৌশিকী অমাবস্যার জন্য যে কদিন মন্দির বন্ধ থাকবে সেকদিন ভক্তদের জন্য অনলাইনের মাধ্যেমে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে মন্দির কমিটির তরফ থেকে। ভক্তরা যাতে ভিডিও কলের মাধ্যমে মা তারাকে দর্শন করতে পারেন তার জন্য মন্দির চত্বরে টিভি স্ক্রিন লাগানো হবে বলে জানিয়েছেন মন্দির কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584