আসন্ন কৌশিকী অমাবস্যায় টানা ছয় দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক : ফাইল চিত্রকরোনা পরিস্থিতির জেরে এছরও কৌশিকী অমবস্যায় টানা ছয় দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। ওই ছয় দিন ভক্তদের জন্য বন্ধ থাকবে মন্দিরের প্রবেশদ্বার। মঙ্গলবার দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায়, বোলপুর সাংসদ অসিত মাল, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ।

চলতি বছরের সাত সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও ভক্তদের তারাপীঠে আসেন মা তারার পুজো দিতে। তবে এই করোনাকালে এত ভক্তের সমাগম সুরক্ষিত কিনা, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, কৌশিকী অমাবস্যায় টানা ছয় দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির সাধারণ ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে এই ছয় দিন সাধারণ ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও রীতি অনুসারে মন্দিরের সেবায়েতরা মা তারার পূজার্চনা করবেন। করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যা তিথিতে এবছর তারাপীঠ ভক্তশূণ্য রাখতেই এই সিদ্ধান্ত মন্দির কমিটির।

তারাপীঠ মন্দিরের সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। ফলে এই অতিমারীর সময় কৌশিকী অমাবস্যায় মন্দির খোলা থাকলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণে এই কয়েকটা দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রীতি মেনে মায়ের পুজো হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here