নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কাঁথির ত্রিপল চুরির মামলায় সোমবার শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রাখলেন বিচারপতি কৌশিক চন্দ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগে মামলা দায়ের হয় কাঁথি থানায়। এই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে মামলা করেন শুভেন্দু ও সৌমেন্দু দুজনে।
অধিকারী ভ্রাতৃদ্বয়ের আইনজীবী বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তোলেন। আদালতে তিনি জানান, শুভেন্দু ও সৌমেন্দুর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতেও সরাসরি চুরি করেছেন বলে উল্লেখ নেই। তাই এই মামলা থেকে শুভেন্দু-সৌম্যেন্দুকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান তিনি।
আরও পড়ুনঃ পুজোর পরে খুলতে পারে স্কুল, ইঙ্গিত নবান্নের
মামলার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, ‘ত্রিপল চুরির উদ্দেশ্যে বলপূর্বক পুরসভার স্টোর রুমে ঢোকার কোন প্রমাণ নেই। দুই অভিযুক্ত হত্তর ষড়যন্ত্রে আদৌ যুক্ত কিনা সেটাই আদালতের অন্যতম বিচার্য।‘ এর পরেই রায় দান স্থগিত রাখেন বিচারপতি কৌশিক চন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584