কোয়ারেন্টাইনে থাকা আক্রান্তদের স্বাচ্ছন্দে থাকতে একরাশ উপহার প্রদান তরুণ দলের

0
45

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ধীরে ধীরে করোনা ভাইরাস সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করেছে।বিশ্বের প্রায় সবকটি দেশে করোনা নিজের অস্তিত্ব জানান দিয়েছে ইতিমধ্যেই।তাই সমগ্র বিশ্ব জুড়ে চলছে মৃত্যু মিছিল।

super speciality hospital | newsfront.co
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিজস্ব চিত্র

এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ভগবানের রূপ নিয়ে এসেছে স্বাস্থকর্মী, ডাক্তার ও পুলিশ প্রশাসন।তাই তাদের ভগবানের আসনে বসিয়ে, তাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতে এগিয়ে এল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের স্বনাম ধন্য ক্লাব “তরুণ দল”।

Donate | newsfront.co
হাসপাতালে দান তরুণ দলের। নিজস্ব চিত্র

মঙ্গলবার তরুণ দলের পক্ষ থেকে সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। এর পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।এদিন এই কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে তাদের আরোজ্ঞ কামনা করে তরুণ দলের সদস‍্যরা।

আরও পড়ুনঃ শুধু সুরই নয়, রণ পায়ের মাধ্যমেও সচেতন বার্তা জেলা প্রশাসনের

এর পাশাপাশি এদিন বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে এল এই দল। তবে তরুণ দলের পক্ষ থেকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারের হাতে ১০ সেট পিপিই (PPE) তুলে দেওয়া হয়।এছাড়া রোগীদের ব্যবহৃত বিভিন্ন জামাকাপড় ও বেডের জন্য ব্যবহার করা চাদর ও কাপড় জামা ধোয়ার জন্য ২ টি ওয়াসিং মেশিন সুপারের হাতে তুলে দেওয়া হল।

শুধু তাই নয়, করোনার কারণে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কথা চিন্তা করে তারা যাতে একটু স্বাচ্ছন্দের মাধ্যমে সময় কাটাতে পারেন। সেজন্য তাদের কথা মাথায় রেখে ১ টি এলইডি টিভি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসাধীন ব্যক্তিদের পানীয় জলের অভাব দূর করতে ও পরিষ্কার পানীয় জলের জন্য একটি ওয়াটার ফিল্টার তরুণ দলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। এদিনের তরুণ দলের এই পদক্ষেপকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে ফালাকাটাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here