নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা যুদ্ধে সামিল হওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সংবর্ধনা জানালো মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়াম সমিতি। শুক্রবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে মোট ১১৭ জনকে সংবর্ধনা জানানো হয়।
এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে তরুণ সংঘ ব্যায়াম সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও করোনা হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদেরকে জেলা পরিষদের অতিথি শালায় রাখার ব্যবস্থা করা হয়।
সেই সঙ্গে তাদের প্রত্যেক দিন সকালে জেলা পরিষদের অতিথি শালা থেকে কর্মীদের করোনা হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানোর জন্য একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ মালদহের হরিশ্চন্দ্রপুরে ভবঘুরেদের জন্য চালু হলো ‘লঙ্গরখানা’
এছাড়াও এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী স্নেহাশীষ ভৌমিক তরুণ সংঘ, ব্যায়ামাগারের পক্ষ থেকে নন্দলাল ভকত ও তপন ভকত। যদিও এ বিষয়ে নন্দলাল ভকত বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা করছেন । তাই তাদের মনোবল বাড়াতে ও উৎসাহ দেওয়ার জন্যই এই সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে তাদের সাফল্য কামনা করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584