হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার টাস্কফোর্সের

0
43

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

৫০০ গ্রাম হাতির দাঁত সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল টাস্কফোর্সের। বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে কালিম্পংয়ের কাছে মংপং এলাকায় অভিযান চালায় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স।

Officer | newsfront.co
নিজস্ব চিত্র

সেখানে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম শোভা তামাং (৬২) ও সোম শেরিং তামাং (৩৬)। ধৃত দুইজনের বাড়ি দার্জিলিংয়ে।

Elephant teeth | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, ‘মংপং থেকে দুই জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে। এর পাশাপাশি একটি ছোট যাত্রীবাহী গাড়ি ও কিছু বিদেশি মুদ্রা সহ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন করে লকডাউনে কড়াকড়ি পুলিশের

উদ্ধার হওয়া হাতির দাঁতটি দার্জিলিং থেকে আনা হয়েছিল। সেটিকে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধৃতরা জেরায় স্বীকার করেছেন, তারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত।’ ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here