নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বক্সা পাহাড়ের কমলালেবু নেমে এসেছে সমতলের আলিপুরদুয়ার শহরে।শীতের সাথে পাহারের ঢাল বেয়ে কমলা নিচে নেমে আসায় খুশি জেলা বাসী।

একবারে দার্জিলিং কমলার স্বাদ মিলছে এই বক্সা পাহাড়ের কমলালেবুতে।জেলার কমলা জেলাতেই মিলছে ৩০ টাকায় চারটি করে।চিনির মত মিষ্টি এই সব কমলা আয়তনে ছোট হলেও স্বাদে অতুলনীয় বলছেন ক্রেতারা।

ক্রেতা মিঠুন দাস বলেন, “ বক্সা পাহাড়ের কমলা। আমরা প্রথমে বিশ্বাস করি নি কিন্তু খেয়ে দেখলাম খুব স্বাদ।চিনির মতো মিষ্টি। সেই কারনে ৩০ টাকা দিয়ে আমি চারটি কমলা কিনলাম। এগুলো সব দার্জিলিং প্রজাতির কমলা।তাই স্বাদ খুব ভালো হবে।”

কমলা বিক্রেতা প্রহ্লাদ কুমার সাহা বলেন, “ সপ্তাহে একদিন বক্সা পাহাড় থেকে কমলা নামে।মঙ্গলবার করে সেই কমলা আমরা আলিপুরদুয়ারে নামিয়ে আনি।আগে আরও বেশি কমলা পাওয়া যেত কিন্তু এবার গাছ নষ্ট হয়ে যাওয়ায় কমলার ফলন কিছুটা কম। তবুও যে পরিমান কমলা আসছে তা সহজেই বিক্রি হয়ে যাচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584