ঝাড়গ্রামে চালু হল টাটা-খড়্গপুর লোকাল, স্বস্তি স্থানীয়দের

0
90

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

দীর্ঘদিন পর মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর- টাটা নগর শাখায় চালু হল প্যাসেঞ্জার ট্রেন। লকডাউনের পর এই প্রথম ঝাড়গ্রাম থেকে খড়্গপুর ও টাটানগর শাখায় লোকাল ট্রেন চালু হল । এর ফলে খুশি সমগ্র ঝাড়গ্রামবাসী ।

Jhargram station | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের ফলে ২২শে মার্চ ২০২০ থেকে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷ এর পর টাটা- হাওড়া স্টিল সুপারফাস্ট এক্সপ্রেস চালু হলেও ঝাড়গ্রামে কোন লোকাল ট্রেন চালু না হওয়ায় সাধারণ যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কিন্তু আজ মঙ্গলবার, ২রা ফেব্রুয়ারি থেকে ঝাড়গ্রামে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি ঝাড়গ্রামবাসী ।

Passenger train | newsfront.co
নিজস্ব চিত্র

রেল সূত্রে জানা গিয়েছে, টাটানগর স্টেশন থেকে সকাল ৮টা ৫০ মিনিটে প্যাসেঞ্জার ট্রেনটি ছেড়ে ঝাড়গ্রাম স্টেশনে আসবে সকাল ১০টা ৩০ মিনিটে,ওই ট্রেনটি আবার খড়্গপুর পৌঁছাবে দুপুর ১২ টায়। খড়্গপুর থেকে বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ ট্রেনটি ছেড়ে ঝাড়গ্রামে আসবে বিকেল ৪টা৭মিনিটে। ওই ট্রেনটি টাটানগর পৌঁছাবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। কিন্তু সকালে লোকাল ট্রেনটি ১০টা ৩৬ এর পরিবর্তে ৪৫ মিনিট পর ১১টা ২১ মিনিটে ঝাড়গ্রামে এসে পৌঁছায় ।

আরও পড়ুনঃ রাজ্যে স্কুলে পঠনপাঠনের সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী

এক নিত্যযাত্রী দেব সিংহ বলেন ” ঝাড়গ্রামে লোকাল ট্রেন চালু হওয়ায় আমরা খুবই খুশি কিন্তু একটি ট্রেন চালু হচ্ছে আরও ট্রেন চালু হলে খুব ভালো হবে, ভারতবর্ষের লাইফ লাইন হল ট্রেন , আরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে লাইফ লাইন বন্ধ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আরও বেশি ট্রেন চললে লাইফলাইন সচল হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here