“সিপিএম জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল”, ঠিক কার দিকে ইঙ্গিত তথাগতর?

0
85

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আবারও বঙ্গ বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন তথাগত রায়। গত ২০ নভেম্বর বঙ্গ বিজেপিকে বিদায় জানিয়ে তিনি লিখেছিলেন, ‘পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।’ কথামতই কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর একগুচ্ছ টুইট করেছেন বর্ষীয়ান নেতা তথাগত রায়।

Tathagata Roy | newsfront.co
তথাগত রায়

গতকাল প্রকাশিত হয়েছে পুরভোটের ফল। মাত্র তিন ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। সমস্ত বিরোধী দলকে পিছনে ফেলে ১৪৪- এর মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃনমূল। ভোট শতাংশে সিপিএমের থেকেও পিছিয়ে গেরুয়া শিবির। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপিকে ফের তোপ দাগলেন তথাগত রায়।

টুইটারে তিনি লিখেছেন যে, তৃণমূলের ওপর সব দোষ চাপানো ঠিক নয়। বিজেপি নিজেই যে ঠিকভাবে এ রাজ্যে বিরোধী হয়ে উঠতে পারছে না সে প্রসঙ্গে তিনি বলেন, ‘কাটমানি- সিন্ডিকেট- দুর্নীতিতে নিমজ্জিত অসৎ দল কখনো টিকতে পারে না। শুধু তার জায়গা নেবার কেউ নেই বলেই এখনো তারা দাপিয়ে যাচ্ছে।’

এরপর বিজেপি কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই পরামর্শ দিতে গিয়ে তিনি লেখেন, “একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না।”

আরও পড়ুনঃ কলকাতা পুরভোটে জয়ের আনন্দে নাতনিকে কাঁধে নিয়ে নাচলেন ফিরহাদ হাকিম

যদিও বঙ্গ বিজেপির প্রতি ক্ষোভের সুর তাঁর গলায় যে আগে শোনা যায়নি, তা নয়। বারংবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে ঠিক কাকে সরানোর কথা বলেছেন সেই নিয়েই উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here