সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ তথাগত’র

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২১ এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকমাস বাকি। ঠিক এই সময়েই ফের একবার বাংলায় সক্রিয় রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন নেতা তথাগত রায়। তাঁর মতে, মেঘালয়ের রাজ্যপাল পদে তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরপরই তিনি রাজনীতিতে কোমর বেঁধে নেমে পড়তে চান।

Tathagata Roy | newsfront.co
তথাগত রায়, ফাইল চিত্র

৭৪ বছর বয়সী এই তথাগত রায়কে বরাবরই স্পষ্টভাষী হিসাবেই চেনে রাজনৈতিক মহল। তিনি এমনও মনে করেন যে “রাজ্যের জনগণের সঙ্গে সুবিচার করা হয়নি”। সেই তথাগত রায়, সম্প্রতি জানিয়েছেন যে, বিজেপি নেতৃত্ব রাজি হলে পশ্চিমবঙ্গে ফের সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে চান তিনি।

“গভর্নর হিসাবে আমার মেয়াদ শেষ হওয়ার পরে, আমি সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে চাই এবং পশ্চিমবঙ্গবাসীর সেবা করতে চাই।আমি আমার রাজ্য-রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে দলের সঙ্গে কথা বলে (এ সম্পর্কে) প্রস্তাবও দেবো”, বলেন তথাগত রায়।

আরও পড়ুনঃ আত্মনির্ভরতার পথে আরও এগোলো ভারত, ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানিতে নিষেধাজ্ঞা

তথাগত রায় ২০০২-২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি পদে ছিলেন এবং ২০০২-২০১৫ সাল পর্যন্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। ২০১৫ সালের মে মাসে তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয় এবং পরবর্তীতে ২০১৮ সালের অগাস্ট মাসে তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মেঘালয়ের রাজ্যপাল হিসাবে তথাগত রায়ের কার্যকালের মেয়াদ চলতি বছরের মে মাসেই শেষ হয়ে যায় কিন্তু করোনা পরিস্থিতিতে এই মেয়াদ আরও কিছুদিন বাড়ানো হয়।

রাজ্য বিজেপি নেতাদের করা কিছু বিতর্কিত মন্তব্যের বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে, তথাগত রায় কারও নাম না করেই বলেন যে, তিনি মনে করেন কিছু বিতর্কিত বক্তব্য “দলের ক্ষেত্রে ভালো করার থেকে ক্ষতিই করেছে বেশি”।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকারে, সোনিয়ার অন্তবর্তীকালীন সভাপতির মেয়াদ বাড়ল

তথাগত রায় আরও বলেন, “পশ্চিমবঙ্গে কখনওই উত্তর ভারতীয় সংস্কৃতির মতো ‘গৌ হামারি মাতা হ্যায়’ (গরু আমাদের মা) এইসব কথা কোনও কাজে আসবে না। আবার গরুর দুধের মধ্যেই সোনা আছে বা গরুর প্রস্রাব পানে কোভিড -১৯ রোগকে আটকানো যায় এইসব কথা মানুষের মন পেতে বঙ্গ বিজেপিকে মোটেই সাহায্য করবে না”।

যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তথাগত রায়ের এই বক্তব্যের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে তথাগত রায়ের এই মন্তব্য যে তাঁকে লক্ষ্য করেই, এমনটা মনে করছেন দলীয় নেতৃত্বের একাংশ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি তথাগত রায়ের এই কথাগুলো নিজের কানে শুনিনি তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here