রাম মন্দির নির্মাণে অনুদান দিলে মিলবে কর ছাড়

0
142

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার জেরে টালমাটাল অবস্থা ভারতের। এরই মধ্যে বড় ঘোষণা কেন্দ্রের। অযোধ্যার রাম মন্দির নির্মাণে দান করলেই মিলবে কর ছাড়। শুক্রবার এমনটাই ঘোষণা করল কেন্দ্র। আয়কর আইনের ৮০-জি ধারার অধীনে আনা হল শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে। এখন থেকে রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে অর্থ সাহায্য করলেই কর ছাড় পাবেন দাতারা।

Ram mandir | newsfront.co
প্রস্তাবিত রাম মন্দিরের মডেল। চিত্র সৌজন্যঃ দ্য কুইন্ট

শুক্রবার কেন্দ্রের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র সাধারণ মানুষের প্রার্থনাস্থল। এখানে সকলে এসে প্রার্থনা করতে পারবেন। এছাড়াও অযোধ্যার রাম মন্দির নির্মাণের জায়গার একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই কারণেই রাম মন্দির নির্মাণে অনুদানের ক্ষেত্রে কর ছাড় পাবেন দাতারা।

আরও পড়ুনঃ সিবিএসই(CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর অবশিষ্ট পরীক্ষা ১-১৫ জুলাই

আয়কর আইনের ৮০-জি ধারা অনুযায়ী, কোনো ঐতিহাসিক স্থানে মন্দির বা সাধারণ মানুষের প্রার্থনার জায়গা নির্মাণের ক্ষেত্রে এই ধরনের ছাড় পাওয়া যায়। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই কর ছাড়ের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল। আর সেই আবেদন গ্রাহ্য করেছে কেন্দ্র। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র যেহেতু সাধারণ মানুষের প্রার্থনাস্থল হতে চলেছে। সেইজন্য মানুষের কাছ থেকে অর্থ সাহায্য পাওয়া সহজ হবে। অন্যদিকে, দাতাদেরও মিলবে কর ছাড়। কেন্দ্রের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে রাম মন্দির নির্মাণে এক টাকাও দেবে না কেন্দ্র। এরপরই শুক্রবার এহেন কর ছাড়ের ঘোষণা করল কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here