কৌশিক ভট্টাচার্য,হাওড়াঃ
ভোটের মুখে গণ হারে কর ছাড় দিতে চলেছে হাওড়া পুরসভা! মেয়র পারিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পুর-নথিতে বলা হয়েছে, সম্পত্তিকর পুনর্মূল্যায়নের পরে আপত্তি জানিয়ে যাঁরা শুনানিতে হাজির ছিলেন তাঁরা তো বটেই, যাঁরা এখনও শুনানির চিঠি পাননি তাঁরাও বার্ষিক মূল্যায়নের উপরে ২০ শতাংশ ছাড় পাবেন। ওই সুবিধা পাবেন বালির ১৬টি ওয়ার্ডের বাসিন্দারাও। অর্থাৎ, সকল হাওড়াবাসীই এই সুবিধার আওতায় আসবেন।
পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যে ১১টি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে নয়া করের বিল পৌঁছে গিয়েছে। তার প্রেক্ষিতে টাকাও জমা পড়েছে পুরসভার তহবিলে। পুর-কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে যাঁরা কর জমা করেছেন পরবর্তী বিলে তাঁদের কর ছাড়ের প্রতিফলন (অ্যাডজাস্টমেন্ট) মিলবে।
করে ছাড়ই শুধু নয়, দেরিতে টাকা জমা করলে পুরসভা যে জরিমানা ও করের উপরে সুদ আদায় করে, তা-ও পুরোপুরি মকুব করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মেয়র পারিষদ (অ্যাসেসমেন্ট) শান্তনু বন্দ্যোপাধ্যায় বৈঠকে যুক্তি দেন, মোট ১ লক্ষ ৪৭ হাজার করদাতার মধ্যে ৩৬ হাজার মানুষ আপত্তি জানিয়ে শুনানিতে হাজির থেকেছেন। আবেদনকারীদের আর্থিক অবস্থা বিবেচনা করে বহু ক্ষেত্রে কর কমিয়েছেন পুর-কর্তৃপক্ষ। কিন্তু যাঁরা (১ লক্ষ ১১ হাজার) পুরসভার সিদ্ধান্ত মেনে বর্ধিত কর দিচ্ছেন, তাঁরা কেন ছাড়ের সুবিধা থেকে বঞ্চিত হবেন? অন্য মেয়র পারিষদেরা শান্তনুর বক্তব্য সমর্থন করলে বৈঠকে ছাড়ের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
খুব শীঘ্রই সকল পুর-প্রতিনিধিকে ডেকে সাধারণ সভা (অর্ডিনারি জেনারেল মিটিং) করে কর ছাড়ের সিদ্ধান্ত অনুমোদন করাবেন পুর-কর্তৃপক্ষ। এক পুরকর্তা বলেন, ‘পুরসভার রুটিনমাফিক কাজ বা প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত মেয়র পারিষদের বৈঠকে চূড়ান্ত হতে পারে। কিন্তু যেখানে নীতির বদল ঘটানোর প্রয়োজন সেখানে সাধারণ সভা ডাকা বাধ্যতামূলক।’
বিজেপি এবং সিপিএমের কাউন্সিলররা অবশ্য এর মধ্যে রাজনীতিই দেখছেন। তাঁদের একাংশ বলছেন, গত পাঁচ বছর ধরে পুরসভার কাজকর্মে হাওড়াবাসী তিতিবিরক্ত। মানুষের ক্ষোভ বুঝতে পেরেই ভোটের মুখে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ।
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে একাধিক মেয়র পারিষদের পাল্টা বক্তব্য, নোটবন্দি থেকে জ্বালানির দাম বৃদ্ধি – কেন্দ্রীয় সরকারের বিবিধ সিদ্ধান্তে আমজনতা নাজেহাল। সেই ভার কিছুটা হলেও লাঘব করতে কর ছাড়ের সিদ্ধান্ত। এতে কোনও রাজনীতি নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584