প্রাকৃতিক কারনে মার খাচ্ছে চা পাতার উৎপাদন

0
64

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

প্রচন্ড বৃষ্টি এবং রোগ পোকার আক্রমণে জেরবার উত্তর দিনাজপুর জেলার ক্ষুদ্র চা চাষিরা। এবার পাতার দাম ভালো থাকলেও অতি বৃষ্টির জেরে পাতার উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। তার ফলে লালপোকা, চা মশা, লুপার ক্যাটার পিলারের উৎপাত শুরু হয়েছে জেলার বাগানগুলিতে।

Tea garden | newsfront.co
প্রতীকী চিত্র

চা চাষিরা জানিয়েছেন, ‘এবার ইসলামপুর মহকুমায় যে পরিমাণ বৃষ্টি হচ্ছে গত কয়েক দশকে দেখা যায়নি। সূর্যের আলো পাচ্ছে না। ফলে লালপোকা, চা মশা, লুপার পোকা বেড়ে গিয়েছে। দাম ভালো হলেও উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় ৪০ হাজার ক্ষুদ্র চা চাষি এই কারনে নাজেহাল হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ প্রাক্তন প্রধানকে গ্রাম পঞ্চায়েত দফতরে ঢুকতে বাধা

অন্যান্য বছরের তুলনায় এবার পাতার ফলন অর্ধেকেরও কম। অত্যধিক বৃষ্টির ফলে জেলায় লুপার ক্যাটার পিলার ও চা মশার উপদ্রব যেভাবে বেড়েছে তা গত ১০ বছরে এরকম দেখা যায় নি। চাষিরা এবার ফলনের দাম পাচ্ছে না। স্বাভাবিক ফলনের ৪০ শতাংশ ফলন এবছর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ রূপনারায়ণের জলে ধরা দিল পাঙাশ মাছ

চাষিরা বলেন, “কাঁচা চা পাতার দাম থাকলে কি হবে, ফলন না থাকায় আমরা সর্বশান্ত।” উত্তরবঙ্গ চা বাগানে সংগঠনের এক নেতা প্রবীর শীল জানিয়েছেন, এবার শুধু চাষি নয়, আমাদের অবস্থাও খুবই খারাপ। কাঁচা পাতার দাম আকাশ ছোঁয়া। গুনগত মান ভালো না। পাতার অভাবে ফ্যাক্টরিগুলি ধুঁকছে। উৎপাদন অর্ধেক হয়ে গিয়েছে। পাতার অভাবে অনেক ফ্যাক্টরি বন্ধের মুখে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসা গুটিয়ে নিতে হবে। চা শিল্পের ভবিষ্যত কি তা বলা মুশকিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here