নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে খুশি বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকরা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প ‘রুপশ্রী প্রকল্প’ এই প্রকল্পে বিবাহিত কন্যাদের আ্যকাউণ্টে ২৫০০০ থাকা আর্থিক অনুদান পাঠানো হয়।
জানা গেছে, সম্প্রতি কালচিনি চা বাগানের গোরে লাইনের বাসিন্দা রেণু লাকরার কন্যা দেবীকা লাকাড়ার বিবাহ হয় কালচিনি চা বাগানের বাসিন্দা বুদ্ধদেব ভগতের সাথে এবং কালচিনি চা বাগানের গুদামলাইনের বাসিন্দা বিজয় ভুঁইয়ার কন্যা অঞ্জলি ভুঁইয়ার বিবাহ হয় কালচিনির বাসিন্দা বিপুল কুজুরের সাথে।
আরও পড়ুনঃ জেলা সমাহর্তার আকস্মিক পরিদর্শন পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
এনারা কালচিনি ব্লক অফিসে রুপশ্রী প্রকল্পের আবেদন পত্র জমা করেছিল এবং বিবাহের আগে পাত্রীদের ব্যাঙ্ক আ্যাকাউণ্টে রুপশ্রী প্রকল্পের ২৫০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এই আর্থিক অনুদান পেয়ে খুশি এই দুই পরিবারের সদস্যরা।
এনারা জানিয়েছেন, আমরা চা বাগানের শ্রমিক আমাদের পরিবারে মেয়েদের ভালোমত বিবাহ দেওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর কিন্তু রাজ্য সরকারের রুপশ্রী প্রকল্পের অনুদান পেয়ে আমাদের খুবই উপকার হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584