দার্জিলিং সাংসদ রাজু বিস্তকে দেখানো হল কালো পতাকা

0
96

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা ও নকশালবাড়ির ওর্ড,এম এম তরাই,জাবরা,বেলগাছি,মারাপুর,হাতিঘিসা,তিরানা চা-বাগানে দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্ত আসেন এবং শ্রমিকদের সাথে দেখা করে কথা বলেন।

mp car | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি শ্রমিকদের সমস্যা সমাধানেরও আশ্বাসও দেন তিনি। তবে বেলগাছি চা বাগানে ঢোকার সময় সাংসদকে কালো পতাকা দেখিয়ে গো ব‍্যাক শ্লোগান দিতে দেখা যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও শ্লোগান দিতে থাকা ব‍্যক্তিরা জানান যে করোনার সময়ে কোথায় ছিলেন সাংসদ। ভোটে জেতার পড়ে সাংসদ একবারও আসেনি এলাকায় বলে ক্ষোভ বিক্ষোভকারীদের।

protest | newsfront.co
বিক্ষোভ প্রদর্শন। নিজস্ব চিত্র

তাদের বক্তব্য,”যখন আসার দরকার ছিল তখন আসেননি। তবে সামনেই ২০২১ এর ভোট তাই তিনি এখন আসছেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবেন। এরপর ফের পাঁচ বছর পর আবার আসবেন। তাই আমাদের এই রকম সাংসদ চাই না। তিনি রাজনীতি করতেই আসছেন এখন।”

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা তৃণমূলের

অপরদিকে এই বিষয়ে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত বলেন, “যে দুটি বাগানে গেলাম তখন আট থেকে দশজন তৃণমূল কংগ্রেসের লোক কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল। এটাই স্বাভাবিক কারণ সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত ৮ থেকে ১০টি চা বাগানে ঘুরলাম এত বড় অনুষ্ঠান করলাম। আর ৮ থেকে ১০ জন লোক কালো পতাকা নিয়ে ছিল তার থেকে আমাদের কর্মীরা বেশি ছিল। তাই আমি তাদের কোন গুরুত্ব দিই না। আর এই সব দিদিকে খুশি করার জন্য নাটক করে দেখাচ্ছেন। এবং লোকতন্ত্রে সবার অধিকার আছে।তাই আমি এই সব কিছু মনে করিনা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here