নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
১৪% পুজো বোনাস প্রদান করতে হবে, ১২.৫% বোনাস আমরা নেবো না এই দাবিতে মঙ্গলবার চিঞ্চুলা আউট ডিভিশন গাঙ্গুটিয়া চা বাগানে গেট মিটিং এ সামিল হল বাগানের কর্মরত শ্রমিকরা। এদিন চিঞ্চুলা আউট ডিভিশন গাঙ্গুটিয়া চা বাগানের সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট মিটিং আয়োজিত হয় ৷
এদিনের গেট মিটিং-এ উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। উল্লেখ্য, বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবছর চিঞ্চুলা চা বাগানে ১৪% পুজো বোনাস প্রদান করা হবে, কিন্ত বাগান কর্তৃপক্ষ ১২.৫% পুজো বোনাস প্রদান করবে বলে জানাচ্ছে ।
কিন্ত শ্রমিকরা ১৪% বোনাসের দাবিতে অনড় রয়েছে ৷ এই নিয়ে গতকাল চিঞ্চুলা চা বাগানে গেট মিটিং আয়োজিত হয় এবং আজও চিঞ্চুলার আউট ডিভিশন গাঙ্গুটিয়াতে গেট মিটিং- এর আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ ঢেলে সাজানোর চেষ্টা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে
এদিন গাঙ্গুটিয়া চা বাগানের শ্রমিকরা জানান, ‘বৈঠকে আমাদের ১৪% পুজো বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাগান কর্তৃপক্ষ ১৪% বোনাস দেবেনা বলে জানাচ্ছে, তারা ১২.৫% পুজো বোনাস প্রদান করবে বলছে। আমরা মানবোনা, আমাদের ১৪% পুজো বোনাস লাগবে।’
আরও পড়ুনঃ একাধিক দাবিতে ডোমকল বিডিও -কে ডেপুটেশন দিল সিপিআই(এম)
এই বিষয়ে সাংসদ জন বারলা জানান, “বৈঠকে ১৪% বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্ত এখন বাগান কর্তৃপক্ষ বলছে লোকসান হয়েছে তাই ১২.৫% পুজো বোনাস দেওয়া হবে । কাঁচা পাতার দাম ৪০ টাকা কেজি হয়ে গিয়েছে, চা পাতা র দাম বেড়ে গিয়েছে অনেক আর বাগান কর্তৃপক্ষ বলছে লোকসান হয়েছে ৷ আমরা ১২.৫% পুজো বোনাস মানবো না, আমাদের দাবি ১৪% পুজো বোনাস প্রদান করতেই হবে ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584