নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বুধবার ভারতীয় জনতা পার্টি প্রভাবিত চা বাগান শ্রমিক সংগঠন বি টি ডব্লিউ ইউ -র পক্ষ থেকে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে গেট মিটিং-র আয়োজন করা হয়।এদিন শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে গেট মিটিং-এ সামিল হয়।
চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে হবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে,স্টাফ ও সাব স্টাফদের যে সমস্ত শূন্য পদ রয়েছে অবিলম্বে তা পূরণ করতে হবে সহ একাধিক দাবিতে এদিন সংশ্লিষ্ট ব্লকের ওই চা বাগানে বিজেপির চা বাগান সংগঠন বি টি ডব্লিউ ইউ -র পক্ষ থেকে গেট মিটিং এর ডাক দেওয়া হয়।
এদিনের গেট মিটিং এ উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লা, বি টি ডব্লিউ ইউ-র সভাপতি মাহাদো উরাও, সম্পাদক বিমল মুন্ডা, বিজেপির ১৩ নং মন্ডল সভাপতি অঘোর নাথ রায় প্রমুখ।আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা জানান যে, “বর্তমানে চা বাগানে কর্মরত শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়িদের বিক্ষোভ বহরমপুরে
আমাদের দাবি শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে হবে এছাড়াও শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। এসমস্ত একাধিক দাবিতে আজ ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে গেট মিটিং করা হয়। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে”৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584