বাগান বিক্রির প্রতিবাদে চা শ্রমিক বিক্ষোভ চোপড়ায়

0
35

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চোপড়ার ভৈষভিটাতে চা বাগান মালিকরা শ্রমিকদের সঙ্গে বৈঠকে না বসায় আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চোপড়ার ভৈষভিটা এলাকায় পাচপাটি টি এস্টেট, মজুমদার টি এস্টেট সহ পাঁচটি বাগান আছে।

Strike | newsfront.co
বিক্ষোভে চা শ্রমিকরা ৷ নিজস্ব চিত্র

চা বাগানের শ্রমিকদের অভিযোগ, গত কিছুদিন থেকেই স্থানীয় তৃণমূল নেতারা চা বাগান মালিকদের বাগান বিক্রি করে দিতে চাপ দিচ্ছিল এবং সেই নেতারা বাগানগুলোকে টুকরো টুকরো করে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এর ফলে চা শ্রমিকরা কাজ হারানোর আশঙ্কায় মালিকদের সঙ্গে আলোচনায় বসার জন্য মালিকদেরও অনুরোধ করেন।

আরও পড়ুনঃ নিহত বিজেপি কর্মীর বাড়ি যেতে বাধা নেতৃত্বদের

কিন্তু মালিকপক্ষ বৈঠকে না বসায় চা শ্রমিকরা বাগানের চারিদিকে খুঁটি পুঁতে তা নিজেদের দখলে রেখে বাগানকে বিক্রি করার হাত থেকে বাঁচাতে চান। যদি এই বাগান বিক্রি হয়ে যায় তবে বাগানের হাজার চা শ্রমিক কাজ হারাবেন। সেই জন্যই তারা রবিবার এই আন্দোলনে সামিল হন। চা বাগানের নেতারা জানিয়েছেন, দীর্ঘ ৩ মাস ধরে এই সমস্যা চলছে।

আরও পড়ুনঃ দিব্যেন্দু ইস্যুতে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সেখানে টুকরো টুকরো করে বাগানগুলি বিক্রি করার প্রতিবাদে সামিল হয়েছেন শ্রমিকরা। বাগান মালিক তাদের সঙ্গে বৈঠকে বসার কথা বললেও তাদের সাথে না বসে গোপনে বাগান বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট বিষয়ে সিপিএম কংগ্রেস জোটের পক্ষে মহম্মদ সাকির আলম জানান, তৃণমূল নেতারা ধমকে মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করছে। শ্রমিকরা কাজ হারানোর ভয় পাচ্ছে।

বিষয়টি শ্রম দফতরে জানানো হয়েছে। শ্রমিকদের যেন কাজ না যায় তাই তারা এর বিরোধিতা করছেন। অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতা জাহিদুর রহমান জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে দোষ দিলে চলবে না। শ্রমিকরা নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করছেন। মালিক তাদের প্রয়োজনে স্বেচ্ছায় জমি বিক্রি করছেন। তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে উঠে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here