নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বর্ধিত হারে মজুরি বৃদ্ধির দাবিতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তের মাকড়াপাড়া চা বাগানের শ্রমিকদের কর্ম বিরতি অব্যাহত। কর্ম বিরতির তৃতীয় দিনেও কোন সমাধানের সুরাহা না হওয়ায় বুধবার বীরপাড়া সহকারি শ্রম আধিকারিকের হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানাল দার্জিলিং তরাই ডুয়ার্স প্লান্টেশন লেবার ইউনিয়ন ।
সংশ্লিষ্ট ইউনিয়নের কনভেইনার সবিন থাপা বলেন, “রাজ্য সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ২০২ টাকা করেছে। অনান্য বাগান গুলি বর্ধিত হারে মজুরি পাচ্ছে। অথচ মাকড়াপাড়া বাগানের শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন।এছাড়া পিএফ-র সুষ্ঠু হিসেব নেই। নেই সময় মতো বেতন।বাধ্য হয়েই শ্রমিকরা অনির্দিষ্ট কালের কর্ম বিরতির ডাক দিয়েছি বাগানের অচলাবস্তা কাটাতে আমরা বীরপাড়া সহকারি শ্রম আধিকারিকের দ্বারস্থ হয়েছি।”
সহকারী শ্রম আধিকারিক নীল ছেত্রী বলেন, “বাগানের সমস্যা নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে শিলিগুড়িতে বৈঠক করা হবে।”
আরও পড়ুনঃ পেট্রোল পাম্প থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ কমিশনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584