সমবায় সমিতির পরিষেবায় খুশি এলাকাবাসী

0
117

সুদীপ পাল,বর্ধমানঃ

প্রথমে রূপ বদল হয়েছিল তারপর বদল হল পরিষেবার মান। বর্তমানে পূর্ব বর্ধমানের গলসির সমবায় সমিতির পরিষেবায় খুশি এলাকাবাসী।

kurkuba samabay samiti | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

গলসি বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে কুরকুবা গ্রামে এমনই এক কাস্টোমার সার্ভিস পয়েন্টের উপর শুধু স্থানীয়রাই নয় আশেপাশের গ্রামের বাসিন্দারা নির্ভর করেন।

তাঁরা বলছেন সমিতির ভিতরে ঢুকলে সমবায় সমিতি নয় মনে হবে কোন ঝকঝকে ব্যাংকে এসে হাজির হয়েছেন। গলসি ২ নম্বর ব্লকের আসকরন কুরকুবা এসকেইউএস, এক কথায় সমবায় সমিতিটি রূপান্তরিত হয়েছে আধুনিক ব্যাংকে।
নোট কাউন্টিং মেশিন, পাশবই ছাপার মেশিন, হাইস্পিড ইন্টারনেট চালিত পরিষেবা, সিসিটিভি সবই রয়েছে এখানে।

এলাকার বাসিন্দারা বলছেন, যেহেতু এই সমিতি খোলার সময়সীমা অনেকক্ষণই, তাই চাষের জমিতে কাজ করেও তাঁরা ব্যাংকের সুবিধা নিতে পারেন।

আরও পড়ুনঃ দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো পান্থপাদপ সোসাইটি

কখন খোলা হয়? তার উত্তরে জানা গেল, সকালের দিকে সাতটায় খোলা হয়। দুপুরে কিছুক্ষণ বিশ্রাম। তারপর আবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে। বাসিন্দারা বলছেন, হাতের কাছে সব সুবিধা পেয়ে এখন গলসি বাজারে যেতে হচ্ছে না। এতে একদিকে সময় যে রকম সাশ্রয় হচ্ছে অন্যদিকে ব্যয় কমছে।পরিষেবা দিতে পেরে খুশি সমবায় সমিতির কর্মীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here