নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

হাতির হানায় আতঙ্কিত বন্ধ মধূ চা বাগানের শ্রমিকরা। হাতি হানা দিয়ে ভেঙে দিল সাতটি শ্রমিক আবাসন । প্রাণে বাঁচতে বাচ্চাদের কোলে নিয়ে ঘর ছেড়ে পালাল শ্রমিকরা । পরে ক্ষতিপূরণ দাবীতে বনদপ্তর কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। ফলে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় হাসিমারা আউটপোষ্টের পুলিশ ।
গতকাল রাতে বক্সা জঙ্গল থেকে একটি বিশাল হাতি কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে ঢুকে পড়ে । ঢুকে হাতিটি এলাকার বাসিন্দা সঞ্জু মাহালি, অমৃত ওরাঁও, রত্নি ওরাঁও, অমর ওরাঁও, পূর্ণি ওরাঁও, শ্যামলাল ওরাঁও এর ঘর ভেঙে তছনছ করে দেয় এবং ঘরে সঞ্চিত থাকা চাল আটা খেয়ে নেয় ।

বাসিন্দারা জানান হাতির হানা থেকে বাঁচতে তারা বাচ্চাদের নিয়ে ঘর ছেড়ে পালায় । হাতি তাড়ানো জন্য তারা বনদপ্তর হ্যামিলণ্টণ গঞ্জ রেঞ্জে ফোন করে। কিন্ত তাদের দাবি রেঞ্জ কর্তৃপক্ষ ফোন ওঠায় না । তারপর গ্ৰামবাসীরা পটাকা ফাটিয়ে, আগুন জ্বেলে হাতিকে তাড়ায়। এক শ্রমিক বলেন, “গভীর রাতে হাতি গ্ৰামে ঢুকে প্রায় এক ঘণ্টা যাবৎ তাণ্ডব চালায়।” আজ সকাল দশটার পর হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের গুদামডাবরি বীটের বনকর্মীরা আসে পরিদর্শনে । এলাকার বাসিন্দারা বনদপ্তর কর্মীদের দেখে বিক্ষোভে ফেটে পড়েন । এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ তিন চার বছর ধরে মধু চা বাগানে হাতি হানা ঘটেছে, বহু ঘরবাড়ি তছনছ করেছে । বনদপ্তর কর্মীরা আসে ফর্ম দেয়, আবেদন করতে বলে, কিন্ত ক্ষতিপূরণ আর মেলেনা।
আরও পড়ুন: শ্রম দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে মোবাইল ট্যাবলো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584