মহামারি কেড়েছে চাকরি, জয়পুরের শিক্ষক আজ চিত্র বিক্রেতা

0
45

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও এখন করোনার কবলে। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। টানা ৬ মাস ধরে একটা কালো অন্ধকার ঘিরে রেখেছে সমগ্র দেশবাসীকে। যখন করোনার আগমন ঘটল

Suresh Ghotwal | newsfront.co
সুরেশ ঘোটওয়াল। ছবিঃ আইএএনএস টুইট

এদেশে, তখন থেকে বেশ কিছু মাস করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করেছিল সরকার। লকডাউনের জেরে দীর্ঘদিন স্কুল, কলেজ, অফিস-কাছারি বন্ধ থাকায় কাজ হারিয়েছেন বহু মানুষ।

ফলে বেকারত্বের হার আবারও বেড়ে গিয়েছে। এই লকডাউনের চক্করেই কাজ খুইয়েছেন জয়পুরের এক শিক্ষক। নাম সুরেশ ঘোটওয়াল। বয়স ৪৩। জয়পুরের এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।

দু’মাস আগে স্কুলের চাকরিটা হারিয়ে ফেলেন সুরেশ। এরপর পেট চালাতে নিজে হাতে বেশ কিছু চিত্র আঁকেন তিনি। সেই চিত্র বিক্রি করেই এখন সংসার চালাচ্ছেন শিক্ষক সুরেশ ঘোটওয়াল। দেশের এই কঠিন সময়েও থেমে থাকেননি তিনি।

আরও পড়ুনঃ বিশ্বের ধনীদের তালিকায় ফের পঞ্চম স্থানে মুকেশ আম্বানী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, “ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে”। জয়পুরের বাসিন্দা সুরেশের জীবনেও মন্দ দিন এসেছে ঠিকই কিন্তু হাল ছাড়েননি তিনি। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে সুরেশ, সত্যকে মেনে নিয়ে এভাবেই কঠোর পরিশ্রম করে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here